গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী বছর শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে সারা বিশ্বজুড়ে শুরু হয়েছে ফিরে দেখার পালা। বাদ পড়েননি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ওবামাও। অন্ধ্রপ্রদেশের কন্যার বানানো ছবি, যা কিনা একান্তই ভারতীয় প্রেক্ষাপটে নির্মিত, তা-ই সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পছন্দ তালিকার প্রথমে নাম তুলেছে।
শনিবার (২১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এক্স হ্যান্ডলে বারাক ওবামা শেয়ার করে নেন ২০২৪ সালে দেখা তার সেরা কিছু ছবির নাম। আর সেখানেই উল্লেখ রয়েছে পায়েল কাপাডিয়ার ছবি— ‘অল উই ইমেজিন অ্যাজ লাইফ`।
শুধু তাই নয়, ওবামার তালিকায় একেবারে প্রথম নামটিই পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমেজিন অ্যাজ লাইফ’। এর পরে রয়েছে ‘কনক্লেভ’, ‘দ্য পিয়ানো লেসন’, ‘দ্য প্রমিসড ল্যান্ড’, ‘দ্য সিড অফ দ্য সেক্রেড ফিগ’, ‘ডিউন: পার্ট টু’, ‘ডিডি’, ‘সুগারকেন’, ‘আ কমপ্লিট আননোন’। এক্স হ্যান্ডলে এ তালিকার ওপরে লেখা রয়েছে— ‘২০২৪ সালে বারাক ওবামার পছন্দের ছবি’। তিনি ক্যাপশনে লিখেছেন— কয়েকটি ছবি যা এ বছর দেখে ফেলার পরামর্শ দেব।
গত মে মাসে ‘অল উই ইমেজিন অ্যাজ লাইট’ ছবির জন্য গ্রাঁ প্রি সম্মান পান ভারতীয় পরিচালক পায়েল কাপাডিয়া। প্রায় ৩০ বছর পর কোনো ভারতীয় ছবি কান চলচ্চিত্র উৎসবের প্রথম সারিতে মনোনয়ন পেয়েছিল এ বছর। কানের সর্বোচ্চ সম্মান পাম ডিওর অল্পের জন্য হাতছাড়া হলেও উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান গ্রাঁ প্রি পুরস্কার জিতেছেন পায়েল। স্বাভাবিকভাবেই নেটিজেনদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো।
আপনার মতামত লিখুন :