ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

মাকে নিয়ে গাইলেন কাজী শুভ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ০৫:২৩ পিএম

মাকে নিয়ে গাইলেন কাজী শুভ

কাজী শুভ। ছবি: সংগৃহীত

‘মা’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ। পরিতোষ বাড়ৈ -এর কথায় গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন আহমেদ সজিব।

সম্প্রতি আমিনুল ইসলাম আপনের পরিচালনায় পুবাইলে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। এতে অভিনয় করেছেন শেখ স্বপ্না, রিমন সরকার, ইবতিশাম এবং আরো কয়েকজন।

নয়ন তারা মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

গান প্রসঙ্গে কাজী শুভ বলেন, মা ও সন্তানের বন্ধন জন্ম-জন্মান্তরের। এ বন্ধনের সাথে পৃথিবীর আর কোনো বন্ধনের তুলনা হয় না। মা ও সন্তানের চিরকালীন মায়া-মমতার নিগূঢ় এক আবেদন রয়েছে গানের বাণীতে। আমার মতো যাদের মা নেই, তারা গানটাতে অদ্ভুত এক আত্মিকটান অনুভব করবেন বলে বিশ্বাস করছি।
 

আরবি/জেডআর

Link copied!