ঢাকা বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

ঘরে বসে আমিষ খাওয়ার বিপক্ষে আদা শর্মা

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪, ০৭:৩৪ পিএম

ঘরে বসে আমিষ খাওয়ার বিপক্ষে আদা শর্মা

আদা শর্মা। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী আদা শর্মা। বিভিন্ন বিষয় নিয়ে মতামত দিয়ে থাকেন এই অভিনেত্রী। ছোটবেলা থেকেই নিরামিষাশী আদা। এবার নিরামিষাশী ও আমিষাশীদের মধ্যে চলতে থাকা তর্ক বিতর্ক নিয়েও নিজের মতামত জানালেন। আর তাতে বিতর্ক বেড়েছে আরও এক দফা। আদা দাবি করলেন, আমিষ যদি খেতেই হয়, তা হলে আদিম যুগের মানুষের মতো জীবন যাপন করা উচিত। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে আমিষ খাওয়ার বিপক্ষে তিনি।

নিজের অনুরাগীদের একাধিকবার নিরামিষ খাওয়ার অনুরোধ করেছেন অদা। সম্প্রতি এক সাক্ষাৎকারে আদাকে বলা হয়, আমিষাশীরা বাস্তুতন্ত্রের নিয়ম মেনেই আমিষ খান। সেই প্রসঙ্গে তিনি দাবি করেন, মানুষ আমিষ খেতেই পারেন। কিন্তু আদিম মানবের জীবনযাপন করলে তবেই তা করা উচিত। আদা বলেন, ‘শীতাতপ নিয়ন্ত্রিত বাড়িতে বসে আমিষ খেলে তো হবে না। গুহায় থাকুন। নিজে শিকার করে খান। শিকার করার জন্য নিজে পাথর দিয়ে অস্ত্র তৈরি করুন। সিংহ বা ভালুক যা পাচ্ছেন শিকার করে তার মাংস খান। কাঁচাও খেতে পারেন অথবা পুড়িয়েও খেতে পারেন।’

আদা শর্মা। ছবি: সংগৃহীত

আদা আরও বলেছেন, ‘আদিম যুগের থেকে এখন বিষয়গুলো বদলে গেছে। এখন এক জন মাংস কাটছে, এক জন রাঁধছে, এক জন মাংস কাটার পরে রক্ত পরিষ্কার করছে, আর এক জন থালায় সাজিয়ে দিচ্ছে রান্না করা মাংস। তাই মাংস খেতে হলে আদিম যুগের জীবন যাপন করেই খান। চামচ আর কাঁটা চামচ ব্যবহার করার প্রয়োজন নেই।’

উল্লেখ্য, এই মুহূর্তে ‘গেম অফ গিরগিট’ সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন আদা। মারণ খেলা ‘ব্লু হোয়েল’ নিয়ে এই সিনেমার গল্প। সিনেমাটিতে শ্রেয়স তলপড়ে ও নন্দিনী রাতলেও অভিনয় করেছেন।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!