ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

উত্তাপ ছড়াচ্ছেন খোলামেলা এনা সাহা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ১১:৫৩ এএম

উত্তাপ ছড়াচ্ছেন খোলামেলা এনা সাহা

ছবি: সংগৃহীত

এনা সাহা, যিনি টলিপাড়ায় সাহসী অভিনেত্রী হিসেবে পরিচিত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি খোলামেলা ভিডিও শেয়ার করেছেন, যা তুমুল আলোচিত হয়েছে। তার ভিডিওতে তাকে লাল রঙের অন্তর্বাসে দেখা গেছে, সাথে সাদা রঙের একটি শার্ট পরেছেন, যার অর্ধেক বোতাম খোলা ছিল। তার আবেদনময়ী লুক দেখে ভক্তরা মন্তব্য করতে ছাড়েননি।

এনার এই ভিডিও দেখে কিছু নেটিজেন মন্তব্য করেছেন, “শীতেও খোলামেলা পোশাক পরছেন এনা,” এবং “এনার কি শীত লাগছে না?” কেউ কেউ আবার তার পোশাকের সমালোচনাও করেছেন।

এনা সাহা বরাবরই সাহসী ছবি ও ভিডিও পোস্ট করতে পিছু পা হননি। কখনও বিকিনি, কখনও বা খোলামেলা পোশাক পরিধান করে সোশ্যাল মিডিয়ায় শোরগোল সৃষ্টি করেছেন। যদিও এসব নিয়ে তাকে ট্রোল করা হয়েছে, তাতে তিনি কখনোই গুরুত্ব দেননি।

এনা সাহার অভিনয়ও দর্শকদের প্রশংসা পেয়েছে। তিনি কিছু জনপ্রিয় বাংলা সিরিয়ালে যেমন “রাত ভোর বৃষ্টি”, “বউ কথা কউ”, “বন্ধন” অভিনয় করেছেন। পাশাপাশি, প্রযোজক হিসেবেও তার ক্যারিয়ার সাফল্যমণ্ডিত, তার প্রযোজিত ছবিগুলো হল ‘চিনে বাদাম’ এবং ‘SOS কলকাতা’।

এছাড়া, সম্প্রতি ওজন বেড়ে যাওয়ার কারণে কিছু ট্রোলিংয়ের শিকার হলেও, তিনি কঠিন পরিশ্রম করে ওজন কমানোর চেষ্টা করছেন এবং অভিনয়ে ফিরে আসার জন্য মুখিয়ে আছেন।

আরবি/এফআই

Link copied!