ছোট পর্দার এ সময়ের দর্শকপ্রিয় অভিনেতা সাগর মির্জা। বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করে পরিচিতি পান তিনি। এরপর নিয়মিত কাজ করছেন এই অভিনেতা। বর্তমানে সাগর কাজ করছেন নাটকেও। সম্প্রতি শেষ করেছেন ‘জনম জনমের প্রেম’ নামের একটি একক নাটকের। মুক্তির অপেক্ষায় ওয়েব ফিল্ম ‘অন্তরের মানুষ’। মির্জা এন্টারটেইনমেন্ট প্রযোজিত প্রচার চলতি ধারাবাহিক ‘নানীর বাড়ি’। ধারাবাহিকটি প্রচারে এলে দর্শকমহলে বেশ সাড়া ফেলে।
সাগরের শুরুটা ২০২১ সালে। স্কুল প্রেমের গল্প নাটক দিয়ে। ‘কাজের মেয়ে যখন বউ’ নাটকটি তার রাতারাতি পরিচয় এনে দেয়। এরপর শুধু এগিয়ে যাওয়ার গল্প। বাড়তে থাকে কাজ। এ পর্যন্ত দেড়শোর অধিক নাটকে অভিনয় করেছেন তিনি। গত বছরের শেষের দিকে এসে নাম লেখান প্রযোজনায়। এখন পর্যন্ত নিজ চ্যানেল মির্জা এন্টারটেইনমেন্টের জন্য তার প্রযোজিত নাটক ৩০টি। সবগুলোর নায়ক তিনিই। যতগুলো নাটক প্রযোজনা করেছেন ব্যবসায়িক দিক দিয়ে সফলতা পেয়েছেন বলে দৈনিক রূপালী বাংলাদেশকে জানান।
নিজেকে দক্ষ অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে নিরলস পরিশ্রম করছেন বলে জানিয়েছেন সাগর মির্জা। কাজের সঙ্গে সম্পর্কিত বাড়াতে প্রযোজনায় এসেছেন বলে জানান এই অভিনেতা।
তবে তার শুরুটা সহজ ছিল না। হয়েছেন প্রতারণার শিকার। নাটকে কেন্দ্রীয় চরিত্রে সুযোগ দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা নিয়ে নামেমাত্র একটি চরিত্র দিয়েছিল। প্রতারিত হচ্ছেন বুঝতে পেরে এক সময় সরে আসেন। নিজেকে জানান দিতে ভর্তি হয়েছিলেন থিয়েটারে। এরপর ইউটিউবে কাজ শুরু করেন। পরবর্তীতে ডাক পান নাটকে। এভাবেই শুরু।
সাগর মির্জা বলেন, ‘একটি ভালো গল্পের সঙ্গে ভিউর বিবেচনা রাখতে হয়। কারণ এখনকার ব্যবসা ভিউ কেন্দ্রিক। ভিউয়ের উপর নির্ভর করে লাভ। সবার টার্গেট থাকে লগ্নিকৃত অর্থ কিভাবে ফিরিয়ে আনা যায়। দর্শক ও প্রযোজনা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী অনেক সময় গল্পে কাজ করতে হয়। তবে আমার কাজগুলোতে সব সময় গল্পে বার্তা রাখার চেষ্টা থাকে৷ দিনশেষে বিনোদন দেওয়াই মুখ্য থাকে।’
বড় পর্দায় কাজের স্বপ্ন নিয়ে শোবিজে নাম লেখান ছোট পর্দার শিল্পীরা। সাগরও সেই স্বপ্ন নিয়ে শোবিজে নাম লেখিয়েছেন। তার ভাষায়, অভিনয়ের সর্বোচ্চ জায়গা বড় পর্দা। সিনেমায় কাজের স্বপ্ন আছে। নিজেকে চলচ্চিত্রের জন্য প্রস্তুত করছি।
আপনার মতামত লিখুন :