বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া তার ক্যারিয়ারের শুরুতেই একের পর এক হিট ছবি দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন। তবে পরবর্তীতে টানা ৯টি ছবি ফ্লপ হওয়ায় অনেকটা বিপদে পড়ে যায় তার ক্যারিয়ার। এমন পরিস্থিতিতে, তিনি ৯০০ কোটির বক্সঅফিস হিট ছবির প্রস্তাবও বাতিল করেছিলেন। কিন্তু সম্প্রতি বিয়ের পর তার ভাগ্য পাল্টে যায়!
বিখ্যাত রাজনীতিবিদ রাঘব চাড্ডার সঙ্গে তার বিয়ে মিডিয়ায় অনেক আলোচনার জন্ম দিয়েছিল। তবে রাঘবের সঙ্গে বিয়ের পরই পরির ক্যারিয়ারের চাকা পুনরায় ঘুরে এবং ২০২৪ সালে তিনি ‘চমকিলা’ সিনেমার মাধ্যমে বলিউডে দুর্দান্ত কামব্যাক করেন।
জানা গেছে, ২০১১ সালে ‘লেডিস ভার্সেস রিকি বাহল’ সিনেমার মাধ্যমে শুরু হয়েছিল তার ক্যারিয়ার। যার জন্য তিনি সেরা নবাগতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছিলেন। এরপর ‘ইশাকজাদে’, ‘শুদ্ধ দেশি রোমান্স’, ‘হাসে তো ফাসে’ এর মতো হিট ছবি উপহার দেন।
তবে পরবর্তীতে তার ৯টি ছবি পর পর ফ্লপ হয়। যার মধ্যে ছিল- ‘দাওয়াত-ই-ইশক’ (২০১৪), ‘কিল দিল’ (২০১৪), ‘মেরি প্যারি বিন্দু’ (২০১৭), ‘নমস্তে ইংল্যান্ড’ (২০১৮)। আর এসবের কারণে তার ক্যারিয়ার সংকটে পড়ে। এমন পরিস্থিতিতে ‘অ্যানিমাল’ ছবির জন্য অফার আসলেও তা বাতিল করেছিলেন তিনি। যা বক্স অফিসে ৯০০ কোটি আয় করেছে।
কিন্তু কঠিন সময়েও পরিণীতি ধৈর্য্য রেখে কঠোর পরিশ্রম করেন। তিনি কিছু মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন, এবং এরপর রাজনীতিবিদ রাঘব চাড্ডার সঙ্গে তার প্রেম সম্পর্ক নিয়ে মিডিয়ায় বেশ আলোচনা হয়। পরে ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর, উদয়পুরে একটি গোপন অনুষ্ঠানে রাঘব চাড্ডার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তার জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন ঘটে এবং ২০২৪ সালে ‘চমকিলা’ সিনেমার মাধ্যমে তার ক্যারিয়ার আবার নতুন করে শুরু হয়।
আপনার মতামত লিখুন :