ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫

আমি একেবারে নিরামিষাশী: সোনু সুদ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০৫:৩৩ পিএম

আমি একেবারে নিরামিষাশী: সোনু সুদ

ছবি, সংগৃহীত

বলিউড অভিনেতা সোনু সুদ। অভিনয়ের পাশপাশি ফিটনেসও ধরে রাখেন। খারাপ কোনো অভ্যাস নেয়। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অভিনেতার মদ্যপান করার জন্য বলিউড ভাইজান সালমান খান একবার সোনু সুদের খাবার পানিতে অ্যালকোহল মিশিয়েছিলেন।

ডায়েট প্রসঙ্গে এক প্রতিবেদনে সোনু বলেন, আমি একেবারে নিরামিষাশী। আমার ডায়েট খুব কড়া। বাড়িতে কেউ এলে এরকমও বলে যে আমি নাকি হাসপাতালের খাবার খাই। আমি অবশ্য বলি এটাই খাবার। তবে তোমরা যা খুশি খাও। আমি ছাড়া সবাই আমিষ খায়। আমার খাবার রান্নার জন্য আলাদা লোক আছে।

অ্যালকোহল নিয়ে অভিনেতার ভাষ্য, ‘আমি মোটেও অ্যালকোহল পান করি না। অনেক সহ অভিনেতা আমাকে অ্যালকোহল কেমন সেটা বোঝানোর চেষ্টা করেছেন। অনেকে গোপনে আমার পানীয়র মধ্যে কিছু মিশিয়ে দেওয়ারও চেষ্টা করেছেন। সালমান ভাই বলতেন, কেউ ওর পানীয়র মধ্যে একটু কিছু মিশিয়ে দাও।’

তবে সকলের নানা চেষ্টা বারবার ব্যর্থ হয়েছে। সোনুর হাতে অ্যালকোহলে গ্লাস দিলেই দূরে সরিয়ে রাখতেন। শুধু তাই নয়, কখনও নাকি অভিনেতার মনেও হয়নি কেমন স্বাদ হয় একটু দেখার।

আরবি/এস

Link copied!