ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সবার চোখে মুখে আমাকে হারানোর ভয় দেখতে পাচ্ছিলাম: ফারহান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০৮:৩২ পিএম

সবার চোখে মুখে আমাকে হারানোর ভয় দেখতে পাচ্ছিলাম: ফারহান

ছবি: সংগৃহীত

জ্বরে আক্রান্ত হওয়ায় গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। পরে অবস্থার অবনতি হলে রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে। সেখানে দিন ছয়েক চিকিৎসা নিয়েছেন তিনি। আগের চেয়ে শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় ৬ দিন পর বাসায় ফিরেছেন এই অভিনেতা। ফেরার খবর দিয়েছেন তিনি নিজেই।

ফারহান বলেন, এই ৬ দিনে জীবনকে খুব কাছ থেকে চিনে নিলাম আরো একবার! আমাকে দেখতে আসছে অসংখ্য শুভাকাঙ্ক্ষী, প্রযোজক, পরিচালক, সহকর্মী, প্রিয় দর্শকেরা। আমি সবাইকে দেখে মুচকি হাসছি...কি বলব বুঝতে পারছি না, হাসি দিয়ে বুঝাতে চাইলাম চিন্তা করো না, বেঁচে আছি ভাই!

তিনি আরও বলেন, আমি শুধু সবার চোখে মুখে আমাকে হারানোর ভয় দেখতে পাচ্ছিলাম। আমি ভীষণ আবেগপ্রবণ মানুষ, অনেক কষ্টে আবেগকে ধরে রাখছিলাম। আর ভাবছি যারা এত ভালবাসে তাদের জন্য হলেও আমাকে নতুন ভাবে বাঁচতে হবে।

এবারের যাত্রায় বাসায় ফিরছি জানিয়ে ফারহান বলেন, আমার প্রিয় দর্শক, সাংবাদিক, সহকর্মী, কলাকুশলী যারাই আমার খোঁজ খবর নিয়মিত নিয়েছেন এই ক‍‍`দিন আমি তাদের কাছে চির কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসাতেই আমি ফারহান হয়েছি, ইনশাল্লাহ আপনাদের এই অকৃত্রিম ভালবাসাই ফারহানকে বাঁচিয়ে রাখবে
ভালবাসা সবার জন্য।

গত শুক্রবার রাত সাড়ে ৯টায় ঢাকার বাইরে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা ফারহান। কস্টিউম গোছানোর সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে রাতেই তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

আরবি/জেআই

Link copied!