দেশের অন্যতম ফ্যাশন ফটোগ্রাফার সুমন হোসেন। ফ্যাশন ও মডেলিং ইন্ডাস্ট্রিতে মানসম্মত কাজের সুবাদে অর্জন করেছেন ব্যাপক সুনাম। একাধিকবার মিলেছে কাজের স্বীকৃতি। গেল বছরের ডিসেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত বিজয় উৎসব ও আইকনিক অ্যাওয়ার্ডে ফের সম্মাননা অর্জন করেছেন তিনি। সেরা ফটোগ্রাফারের স্বীকৃতি পেয়েছেন এ তরুণ।
সুমন বলেন, ‘খুবই ভালো লাগছে। প্রবাসী বাঙালিদের সামনে এ সম্মাননা অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। প্রতিটি পুরস্কার আরও ভালো কাজ করার প্রভাবক হিসেবে কাজ করে। যারা আমার এ অবস্থানে আসতে ভূমিকা রেখেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।’
উল্লেখ্য, সুমন দেশের বাইরে গোয়া ফ্যাশন উইক, ইন্টারন্যাশনাল ফ্যাশন উইক, দুবাই ইন্ডিয়াতে ফ্যাশন ফটোগ্রাফার হিসেবে অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :