তরুণ অভিনেতা ইমরান হোসেন। তবে মিডিয়ায় ডাক নাম ইমরান হাসো। ২০১৫ সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হা-শো রিয়েলিটি শো দিয়েই মিডিয়ায় পা রাখেন। তারপর নাম লেখান নাটক-সিনেমায়। এরই মধ্যে দেড় ডজনের বেশি সিনেমা ও অসংখ্য নাটকে অভিনয় করেছেন এই অভিনেতা।
সম্প্রতি বানভাসিদের জন্য ছুটে গিয়েছিলেন বন্যার্তদের কাছে। তাদের উদ্ধারের পাশাপাশি খাবার সামগ্রী দিয়েও সহযোগিতা করেছেন। এ জন্য বেশ প্রশংসা কুড়াচ্ছেন ইমরান। জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ ও রিমু রোজা খন্দকার সহ অনেকেই তাকে এই সামাজিক কাজের জন্য ভূয়সী প্রশংসা করেছে।
এ প্রসঙ্গে ইমরান দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘যে পরিস্থিতি হয়েছে তা দেখে বসে থাকতে পারিনি। কারণ, তারা আমাদেরই ভাই-বোন। তাদের বিপদে আমাদের এগিয়ে যাওয়া কর্তব্যের মধ্যে ছিল। বেশ কয়েকবার টিম নিয়ে ফেনী গিয়েছি। সর্বোচ্চ চেষ্টা করেছি মানুষগুলোর পাশে থাকার। ফেনীতে শত চেষ্টা করেও একটা স্পিড বোট পাইনি তখন অনেক কষ্ট করে একটা ডিঙ্গি নৌকা নিয়ে আমার টিমকে নিয়ে শহর থেকে ৫-৬ কি.মি ভেতরে যাই। যেখানে কেউ খাবার নিয়ে যায়নি। এরপর মেডিকেল টিমসহ খাবারের ট্রাক নিয়ে আমরা ফেনী দ্বিতীয়বারের মতো যাই। এরপর আমরা খাবার এবং কাপড় নিয়ে নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লা যাই। অনেক ঝুঁকি নিয়ে উদ্ধার কাজ চালিয়েছি। শরীরে জ্বর ছিল তা উপেক্ষা করে চেষ্টা করেছি পাশে থাকার। যারা আমাকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। সেই সঙ্গে টিমের সাপোর্ট না থাকলে একা সম্ভব হতো না। সবার সহযোগিতা নিয়ে আমরা কাজ করছি এবং আগামীতেও করব।’
ইমরান তেজগাঁও কলেজ থেকে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে অনার্স করছেন। এ ছাড়া রঙ্গনা নাট্যগোষ্ঠীর নাট্যকর্মী তিনি। ইমরান প্রায় পাঁচ শতাধিক নাটকে অভিনয় করেছেন। এখনো নিয়মিত অভিনয় করছেন তিনি। সামনে তার বেশ কয়েকটি নাটক প্রচারের অপেক্ষায়। নিয়মিত চলচ্চিত্রেও কাজ করতে চান। অভিনয় ঘিরেই চিন্তা-চেতনা এই অভিনেতার।
আপনার মতামত লিখুন :