সাগর কক্সবাজার এরিয়াতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। বিজয়ের পর ফিরে এসে দেখে তার ছোট ভাই ও মাকে স্বাধীনতাবিরোধিরা হত্যা করেছে। সে বুকে গোলাপ ফুল জড়ানো অবস্থায় মৃত ভাইয়ের লাশ দেখতে পায়। এরপর সাগর সমুদ্রের পাড়ে ফুল বিক্রেতা হিসেবে কাজ করে। ছোট ভাইকে স্মরণে রাখার জন্য প্রতিদিন একটি করে ফুল তার মেয়ে ঢেউয়ের জন্য নিয়ে যায়।
একসময় সন্ত্রাসীরা ঢেউয়ের মুখে এসিড নিক্ষেপ করলে তার মুখ ঝলসে যায়। তবুও উচ্চশিক্ষায় শিক্ষিত সমুদ্র নামক এক যুবক এসিডদগ্ধ ঢেউকে বিয়ে করতে চায় কারণ ঢেউয়ের প্রতি তার ভালোবাসা প্রবল। এমনই গল্পে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নাটক ‘সমুদ্রের ঢেউ’।
আব্দুল আজিজের রচনায় প্রযোজনা করেছেন শাহ জামান মিয়া। অভিনয় করেছেন আব্দুল আজিজ, ইমতিয়াজ বষর্ণ, তানজিলা হক মাইশা, প্রমা আজিজ, কবির আহমেদ।
জানা গেছে, শনিবার (২৮ ডিসেম্বর) রাত ৯টা ০৫ মিনিটে ‘সমুদ্রের ঢেউ’ নাটকটি প্রচার হবে।
আপনার মতামত লিখুন :