হায়দ্রাবাদে ‘গুদাচারি ২’ সিনেমার একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে আহত হয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাসমি। ইতোমধ্যে তার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিগুলোতে দেখা গেছে, চোয়ালের ঠিক নিচে রক্ত গড়িয়ে পড়ছে, অনেকটাই কেটে গেছে। চোট নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি বলিউড অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘ঘোড়চড়ি ২’ সিনেমার অ্যাকশন দৃশ্যে উঁচু এক জায়গা থেকে লাফিয়ে পড়ার দৃশ্য ছিল। সেটি করতে গিয়েই আহত হন ইমরান। গলায় গুরুতর চোট লাগে তার। তবে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়েও দেওয়া হয়েছে।
ইদানীং তাকে খুব কম দেখা যায় সিনেমার পর্দায়। আগের তুলনায় কাজের পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছেন। তবে গত ফেব্রুয়ারিতে ‘গুদাচারি ২’ সিনেমার ঘোষণা দেন ইমরান হাসমি। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন সিনেমাটির ফার্স্টলুক পোস্টার।
আপনার মতামত লিখুন :