চলতি সময়ের উপস্থাপিকা সাদিয়া রশ্নি সূচনা। ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছেন তিনি। বাড়ছে কাজের পরিধি। সে ধারাবাহিকতায় প্রথমবারের মতো থার্টি ফার্স্ট নাইটের বিশেষ শো সঞ্চালনা করবেন চট্টগ্রামে। যে অনুষ্ঠানের মূল আকর্ষণ নন্দিত গায়ক ও অভিনেতা তাহসান খান।
সূচনা বলেন, ‘এবারই প্রথম বছরের শেষ দিন কাটাব চট্টগ্রামে। ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক এ লাইভ শোতে পারফর্ম করবেন তাহসান। এর আগেও চট্টগ্রামে শো করেছি। ব্যাপক সাড়াও পেয়েছি। যেমন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ অনুষ্ঠানের চট্টগ্রাম পর্বের অডিশন দারুণ ছিল। বিশ্বের একমাত্র ফ্লাইং আই হসপিটাল অরবিসের আমন্ত্রণেও চট্টগ্রাম এসেছিলাম গত মাসেই। গেল কয়েক মাসের মধ্যে একাধিকবার এ শহরে যাওয়া হয়েছে।’
সূচনা যোগ করে আরও বলেন, ‘আগে বিশেষ দিনগুলোয় অলস সময় কাটাতাম। বাসায় থাকতাম। এখন আর বাসায় থাকার সুযোগ হয় না। বিশেষ দিনের শো উপস্থাপনা করতে হয়। এ ব্যস্ততা উপভোগ করছি।’
উল্লেখ্য, সূচনা নিয়মিত উপস্থাপনা করছেন একুশে টেলিভিশনের কুকিং শো, বাংলাভিশনের প্রতিদিনের সকাল ও চ্যানেল আইতে একটি রিয়েলিটি শোতে। এ ছাড়া ইউএনডিপি’র জন্য জনসচেতনতামূলক পডকাস্ট করছেন তিনি, যা বিশ্বব্যাপী স্ট্রিমিং হচ্ছে সফলতার সাথে।
আপনার মতামত লিখুন :