ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

আটকের খবর কি ভুয়া, যা বললেন নিপুণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ০২:৫৪ পিএম

আটকের খবর কি ভুয়া, যা বললেন নিপুণ

ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণকে ওসমানী বিমানবন্দরে আটক করেছিল ইমিগ্রেশন পুলিশ। ঢাকা-সিলেট হয়ে তিনি যুক্তরাজ্য যাওয়ার পথে শুক্রবার (১০ জানুয়ারি) সকালে তাকে জিজ্ঞাসাবাদ শেষে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ।

পুলিশের হাতে আটক হয়েছেন নায়িকা নিপুণ, এমন খবর ছড়িয়ে পড়ে। এ বিষয়ে একটি গণমাধ্যমে নিপুণ দাবি করেন, এ খবর ভুয়া। বনানীর বাসাতেই আমি আছি । আমার তো কোনো অপরাধ নেই বা আমি কোন অপরাধ  করিনি। সুতরাং আমাকে আটক কেন করা হবে। আমি আটক হয়নি।

এদিকে, সিলেট ওসমানী আন্তর্জা‌তিক বিমানবন্দরের পরিচালক হা‌ফিজ আহমদ গণমাধ্যমকে জানান, সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আজ সকাল ১০টায় বাংলাদেশ বিমানের এক‌টি ফ্লাইটে করে যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্য বিমানবন্দরের ইমিগ্রেশনে গিয়েছিলেন চিত্রনা‌য়িকা নিপুণ। এ সময় গোয়েন্দা সংস্থার আপ‌ত্তিতে তাঁকে আটকে দেওয়া হয়েছে। 

আরবি/এস

Link copied!