ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। নিয়মিত নাটকে অভিনয় করছেন তিনি। তবে আগের চেয়ে এখন গল্পে নজর দিয়েছেন এই অভিনেতা। কাজ করছেন বেছে বেছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি অভিনয় করেন ‘মমতা’ নামের একটি একক নাটকে। নাট্যকার লিমন আহমেদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার নির্মাতা তপু খান। এতে জোভানের বিপরীতে অভিনয় করেছেন আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান।
নাটকটিতে মানবিকতা, সামাজিক দায়বদ্ধতাকে উপজীব্য করে ভালোবাসার এক গল্প তুলে এনেছেন নির্মাতা। এতে আরও অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, জিয়াউল হাসান কিসলু, মনিরা মিঠু, মুকিত জাকারিয়া, বাপ্পি আশরাফ, জিল্লুর রহমান, তারিক স্বপন প্রমুখ। ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচার হওয়া নাটকটির প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না।
নাটকটি নিয়ে পরিচালক তপু খান বলেন, ‘আমাদের চেষ্টা ছিল গতানুগতিক ভাবনার বাইরে গিয়ে একটি রোমান্টিক নাটক নির্মাণের। আশা করি, সেই চেষ্টায় আমর সফল হয়েছি। এ নাটকে মানুষের প্রতি মানুষের মমতার বার্তা দেয়া হয়েছে। পাশাপাশি আছে পরিবার, সমাজ ও ভালোবাসার মানুষের প্রতি দায়িত্বশীলতার গল্প। পৃথিবীতে ভালোবাসাই যে সবচেয়ে বড় শক্তি তা দারুণভাবে অনুভব করাবে এ নাটক। একইসঙ্গে আমরা দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও কিছু বার্তা দেয়ার চেষ্টা করেছি।’
নাটকটি প্রকাশ্যে আসতেই দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে। এজন্য দর্শকদের কৃতজ্ঞতা জানিয়ে এর অভিনেতা জোভান বলেন, ‘কিছু গল্প ও চরিত্র থাকে যেগুলোতে কাজ করে একটা তৃপ্তি পাওয়া যায়। মমতা নাটকটি আমাকে সেই তৃপ্তি দিয়েছে। জগতে একজন মানুষ কেবল নিজের জন্য বাঁচে না, তার অনেক দায়িত্ব থাকে চারপাশের মানুষের প্রতি, সমাজ ও দেশের প্রতি। সেই বিষয়টাই সুন্দরভাবে ফুটে উঠেছে আমার চরিত্রে। তপু খান ভাইকে ধন্যবাদ দিচ্ছি এমন চরিত্রে আমাকে নেয়ার জন্য৷ আসলে এ নাটকের প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ এবং সেগুলো দারুণভাবে ফুটে উঠেছে। যারা নাটকটি দেখেছেন সবাই ভালো বলছেন, এটাই আনন্দের। নাটকটি সবার মন ছুঁয়ে যাক, এই প্রত্যাশা করছি।’
আপনার মতামত লিখুন :