শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৫, ১১:০৯ এএম

ক্ষুধাটা জিইয়ে রাখি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৫, ১১:০৯ এএম

ক্ষুধাটা জিইয়ে রাখি

অভিনেত্রী ফারিন খান

ব্যস্ততা ফারিন খানকে দেয় না অবসর। নাটক, ওটিটি—দুই মাধ্যমেই তার চাহিদা। তার শুরুটা হয়েছিল চলচ্চিত্রের মাধ্যমে। তবে সেখানে থিতু না হয়ে কাজ করছেন ছোট পর্দায়। বড় পর্দার কাজে নিয়মিত না হলেও ছোট পর্দায় নিয়মিত তিনি। 

চলতি বছরটি নতুন করে সাজাতে চান এই অভিনেত্রী। যে কারণে সিনেমার প্রস্তাব পেলেও আপাতত নাটকেই কাজ করবেন ফারিন। সম্প্রতি বেশকিছু কাজ করেছেন তিনি। কাজগুলো প্রচারের অপেক্ষায়। তার মধ্যে ভালোবাসা দিবস উপলক্ষে ‘আজান’ নামের একটি কাজ শেষ করেছেন। এটি নিয়ে বেশ আশাবাদী অভিনেত্রী।

ফারিন বলেন, ‘এটি আমার সেরা কাজগুলোর একটি হতে যাচ্ছে। গুণী নির্মাতাদের সঙ্গে আমার কাজ কম। এটা নিয়ে আক্ষেপ ছিল। ‘আজান’ সে আক্ষেপ মেটাবে বলে মনে হচ্ছে। আমরা দুই দিন রিহার্সাল করেছি, টিমের সঙ্গে পরিকল্পনা করেছি। সবার শতভাগ প্রচেষ্টা ছিল। 

আকবর হায়দার মুন্না ভাই গুণী পরিচালক। খায়ের (খায়ের খন্দকার) ভাই অভিজ্ঞ ক্যামেরাম্যান। ইরফান সাজ্জাদ একজন গুণী অভিনয়শিল্পী। খুব আন্তরিকভাবে আমার সঙ্গে কাজটি করেছেন।’

অভিনেত্রী বলেন, ‘আমি খুব ছোট মানুষ। অভিনয়ের জায়গায় হয়ত দুর্বলতা আছে। তবে প্রতিনিয়ত ভালো করার চেষ্টা করছি। ‘আজানে’ এতগুলো গুণী মানুষের সঙ্গে তাল মেলাতে পারাটা চ্যালেঞ্জ ছিল। 

কেননা দশ জনের মধ্যে একজন দুর্বল হলে সে চিন্তায় থাকে। মনে মনে ভাবে—আসলেই কি বৈতরণী পার হতে পারবে। আমিও এরকম চিন্তায় ছিলাম। তাই নিজের দায়িত্ববোধের জায়গা থেকে চাপ নিচ্ছিলাম।’

যদিও টিমের সবাই খুব সন্তুষ্ট ফারিনের কাজে। তবে তিনি ভার দিলেন দর্শকের ওপর। বললেন, ‘জানি না কতটা ভালো করতে পেরেছি। দর্শক বলতে পারবেন। তবে আমি তৃপ্ত হই না। নিজের কাজ নিয়ে শতভাগ সন্তুষ্ট হলে তো স্পৃহাটা থাকবে না। ওই জায়গা থেকে প্রতিটি কাজের পর মনে হয় আরও ভালো করতে পারতাম। ক্ষুধাটা জিইয়ে রাখি যাতে দর্শকের জন্য আরও ভালো ভালো কাজ করতে পারি।’ 

‘আজান’র গল্পে শতভাগ সন্তুষ্ট ফারিন। স্পষ্ট তার কথায়। বলেন, ‘আজান অন্যরকম একটি গল্প। ভালোবাসা দিবসে ভালো ভালো সব কাজ আসবে। মেধাবী শিল্পীদের কাজ আসবে। জানি না সেই যুদ্ধে টিকে থাকা আমার জন্য কতটা সহজ হবে। তবে আজানের গল্প যুদ্ধে জয়ী হওয়ার মতো যোগ্যতা রাখে।’

রূপালী বাংলাদেশ

Link copied!