ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

নতুন বছরে ‘কিং খান’

রেজাউল করিম খোকন

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০২:০২ পিএম

নতুন বছরে ‘কিং খান’

শাহরুখ খান। ছবি: সংগৃহীত

নতুন বছরে মক্কায় শাহরুখ-গৌরী, সঙ্গী আরিয়ান খান! এমনই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। তাহলে কি বিয়ের ৩৩ বছরে ধর্ম পালটে ফেললেন শাহরুখপত্নী গৌরী খান? এমন প্রশ্ন কৌতূহলী নেটিজেনদের। শাহরুখ, গৌরী ও আরিয়ান আসলে ডিপফেকের শিকার। ক্যারিয়ারের একেবারে শুরুতে গৌরীকে বিয়ে করেছিলেন শাহরুখ। পরিবারের অসন্তোষ সহ্য করেই উঠতি অভিনেতার গলায় মালা দিয়েছিলেন গৌরী।

বলিউডে যেখানে সম্পর্কের ভাঙা-গড়া চলতেই থাকে, সেখানে শাহরুখ-গৌরীর সংসার আজও অটুট। তাদের সম্পর্কে সবসময় একটা ভারসাম্য থাকে। স্বামী শাহরুখের ধর্মীয় বিশ্বাসকে তিনি সম্মান করেন। কিন্তু তার মানে এই নয় যে নিজে ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে যাবেন। প্রত্যেক মানুষের নিজের বিশ্বাস অনুযায়ী ধর্ম পালনের অধিকার রয়েছে। এক্ষেত্রে পারস্পরিক সম্মান থাকা বাঞ্ছনীয়। শাহরুখের তিন ছেলে-মেয়েও এভাবেই বড় হয়েছে।

আরিয়ান, সুহানা, আব্রাম যেমন ঈদ পালন করে, তেমনই উদযাপন করে দিওয়ালি। শাহরুখ খান, নামই যথেষ্ট। আসমুদ্র হিমাচল তো বটেই, ওই নামের টানে রক্তে দোলা লাগে গোটা পৃথিবীর। শাহরুখের অভিনয় নিয়ে যত আলোচনা হয়, ততই আলোচনা হয় তার বুদ্ধিমত্তা নিয়ে। আর কথা হয় তার ধর্ম নিয়ে। বার বার তাকে শুধু ধর্মের কারণে বিতর্কের মুখে পড়তে হয়েছে। খুব অল্প বয়সে যখন তিনি নায়ক হয়ে ওঠেননি, তখনই ভালোবেসে বিয়ে করে ফেলেছিলেন পঞ্জাবি হিন্দু পরিবারের মেয়ে গৌরী ছিব্বরকে। সেটা ১৯৯১ সাল। ভিন্ন ধর্মে বিয়ে, পাত্র জীবনে প্রতিষ্ঠিত নয় তবু কোথাও কোনো সমস্যা হয়নি। তিন ছেলে-মেয়েকে নিয়ে একসঙ্গে ৩৩ বছর পার করে ফেলেছেন গৌরী-শাহরুখ।

খান পরিবারে ঈদ যেমন পালিত হয়, একইভাবে পালিত হয় হোলি থেকে দীপাবলি সমস্ত উৎসব। শাহরুখ কোনোদিনই নিজের ধর্মের দায় চাপিয়ে দেননি স্ত্রী গৌরীর ওপর। ধর্ম নিয়ে যে শাহরুখের পরিবারে কোনো ছুৎমার্গ নেই, সে কথা জানিয়েছেন বারবার। গৌরী হিন্দু ও শাহরুখ মুসলিম হলেও তারা একে অপরের ধর্মকে সম্মান করেন। গৌরী নিজেই জানান যে আরিয়ান তার বাবার ধর্মে বিশ্বাসী। আরিয়ান নিয়ম করে নামাজও পড়েন। শাহরুখ জানান যে তিনি তার সন্তানদের বরাবর এই শিক্ষায় মানুষ করেছেন যে তারা কোনো ধর্মের সেটা গুরুত্বপূর্ণ নয়।

হালে ভারতের বক্স অফিসে ঝড় তুলেছে দক্ষিণী তারকা আল্লু অর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল’। অথচ সুপারহিট এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ খান। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনার সময় শাহরুখ নিজেই জানিয়েছিলেন ‘পুষ্পা’য় অভিনয়ের প্রস্তাব পাওয়ার কথা। কিন্তু কেন সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ‘কিং খান’? সে অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই শাহরুখ জানান, আমার ব্যথায় হাত দিও না। আমি সত্যি সত্যিই পুষ্পা সিনেমাতে অভিনয় করতে চেয়েছিলাম কিন্তু আল্লু অর্জুনের মতো ব্যক্তিত্ব, ভাবসাব আমার নেই।

২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’র মতো পরপর তিনটি তুমুল বাণিজ্যিক সফল সিনেমা উপহার দেওয়ার পর গত বছর বড় পর্দা থেকে ফের উধাও শাহরুখ খান। ফলে বাদশার আগামী সিনেমা ‘দ্য কিং’ নিয়ে আগ্রহের পারদ চড়েছে তুঙ্গে। আগেই জানা গিয়েছিল এই সিনেমারর সুবাদেই প্রথমবার বড় পর্দায় একসঙ্গে অভিনয় করবেন শাহরুখ ও তার মেয়ে সুহানা খান। জনপ্রিয় ফরাসি নায়ক জ্যঁ রেনোয়াঁর ‘লিওঁ’ সিনেমা থেকে অনুপ্রাণিত ‘কিং’-এর গল্প। সে সিনেমাতে একজন পেশাদার খুনির ভূমিকায় দেখা গিয়েছিল জ্যঁ রেনোয়াঁকে, যিনি অবস্থার পরিপ্রেক্ষিতে একজন ১২ বছর বয়সী এক অনাথ বালিকার ত্রাতা হয়ে দাঁড়ান। দুর্ধর্ষ গ্যাংস্টারদের হাত থেকে সেই বালিকাকে বাঁচাতে কীভাবে তার অভিভাবক হয়ে ওঠেন রেনোয়াঁ, তাই নিয়েই এগোয় সিনেমার গল্প।

‘কিং’র গল্পও কমবেশি এক। তবে সুহানা যেহেতু আর ১২ বছরের বালিকা নেই, তাই গল্পের কাঠামোয় খানিক পরিবর্তন আনা হয়েছে। তবে সিনেমাতে সুহানার গোটা পরিবারকে ‘লিওঁ’র মতোই আর শাহরুখের চরিত্রটি কমবেশি জ্যঁ রেনোয়াঁর মতোই দেখানো হবে। কিং-এ খলনায়ক চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। এর আগেও বড় পর্দায় বলিউড ‘বাদশা’র সঙ্গে কাজ করলেও তার বিপরীতে খলচরিত্রে এই প্রথম ‘জুনিয়র বি’। সিনেমাটি নিয়ে শাহরুখ বলেন, পুরোপুরি অ্যাকশন ড্রামা সিনেমা। ইতোমধ্যেই জোর কদমে শুরু হয়েছে কাজ। শুটিং লোকেশন বাছাইয়ের জন্য দেশে-বিদেশে রেকিও করেছেন নির্মাতারা। গত বছরের নভেম্বর থেকে শুরু হয়েছে শুটিং। ‘কিং’-এর মাধ্যমেই বড় পর্দায় পা রাখছেন সুহানা।

‘কিং’ সিনেমাতে নায়িকার ভূমিকায় শাহরুখ-কন্যা। প্রযোজনায় রেড চিলিজ। সব ঠিক থাকলে ২০২৬-এর প্রথমভাগে সিনেমাটি মুক্তি পাবে। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী শাহরুখ। কারণ, বিশেষ ধরনের কিছু সিনেমা করতে পছন্দ করেন এই নায়ক। বলি তারকার কথায়, বিশেষ ধরনের কিছু সিনেমা রয়েছে যেগুলোতে আমি অভিনয় করতে পছন্দ করি। হতে পারে বয়সের কারণে কিছু বাধার সম্মখীন হতে হয়। তবে আমি নতুন ধরনের চরিত্রে কাজ করতে পছন্দ করি। গত ছয়-সাত বছর ধরে আমি এই ধরনের সিনেমার (কিং) কথা ভাবছিলাম। ‘কিং’-এ অভিনয় করার জন্য ওজনও কমাতে হবে বলে জানান শাহরুখ। এ জন্য শরীরচর্চাও করতে হবে। একটি সিনেমা করতে অনেকটা সময় নেন শাহরুখ। এটিই বড় পর্দায় শাহরুখের মেয়ে সুহানার প্রথম সিনেমা। এর আগে ওটিটির সিনেমা ‘আর্চিজ’-এ অভিনয় করেছেন তিনি।

এদিকে, বলিউডের বাদশা শাহরুখ খানকে এবার হরর- কমেডি ঘরানার সিনেমায় দেখা যেতে পারে। রোমান্টিক হিরো থেকে তাকে সোজা দেখা গেছে অ্যাকশন হিরোর ভূমিকায়। এবার হরর কমেডিতে কিং খান নিজেকে কীভাবে পর্দার সামনে আনবেন, তা দেখার অপেক্ষা। এ ছাড়া ‘স্ত্রী ৩’ ইউনিভার্সের একটি গুরুত্বপূর্ণ ভিলেন চরিত্রে দেখা যেতে পারে কিং খানকে। প্রযোজক এবং তার টিম শাহরুখ খানের সঙ্গে একটি বিশেষ চরিত্র নিয়ে আলোচনা করছেন, যা এই ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎকে নতুন দিশা দিতে পারে।

কিং খানকে আগে একাধিক খলনায়ক বা ভিলেনের চরিত্রে দেখা গিয়েছে। এমনই জল্পনা শুরু হয়েছে যে, ‘স্ত্রী ৩’-তে কিং খানকে দেখা যেতে পারে। তবে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। শাহরুখের চরিত্রটি এই হরর-কমেডি ইউনিভার্সের প্রতিটি সিনেমার সঙ্গে জুড়ে থাকবে। যদি তিনি এই প্রজেক্টে যুক্ত হন, তবে তা পুরো ফ্র্যাঞ্চাইজির মান অনেকটা বাড়িয়ে তুলতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত শাহরুখ খানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।

শাহরুখের বয়স বাড়ছে। বিনোদন জগতের চলতি ধারণা, বয়স বাড়ার অর্থ নায়কের জনপ্রিয়তা কমে। শাহরুখ খান নব্বই দশকের সুপারস্টার। কিন্তু এখনো বক্স অফিসের পাশাপাশি মানুষের মনে জায়গা ধরে রেখেছেন। তা ছাড়া মানুষ তার বয়সও জানেন। এরপরও তার সিনেমা সুপারহিট হয়। চলতি বছর থেকে শাহরুখ, সালমান এবং আমির খান আরও বেশি করে পরিণত চরিত্র নির্বাচন করবেন। কারণ, বয়স সেখানে গুরুত্বপূর্ণ। তিন তারকাই তাদের সীমাবদ্ধতা সম্পর্কে ওয়াকিবহাল।

বলিউডের একাংশের যুক্তি, তিন খানের সিনেমা যদি না সফল হতো, তাহলে হয়তো তারাও অন্যরকমের চরিত্রে অভিনয় করতেন। কিন্তু ২০২৩ সালে শাহরুখ ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো অ্যাকশন সিনেমা উপহার দিয়েছেন। বয়সের সঙ্গে সঠিক সিনেমা নির্বাচন করলে, তারকারা অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন না। তবে অন্য কোনো সুপারস্টার তিন খানের পরিবর্তন হিসেবে উঠে আসতে পারেননি। তাই এখনো তারা স্বমহিমায় বিরাজ করে চলেছেন।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!