বাংলাদেশে বিরাট বৈষম্য ছিল। সেই বৈষম্যের জন্যই শিক্ষার্থীরা আন্দোলন করল এবং সফল হলো। তরুণরা যেভাবে বৈষম্যহীন বাংলাদেশ চাইছে, আমিও তাই চাই। শিক্ষার্থীরা আলোর পথ দেখিয়েছে। বৈষম্যের কারণেই কিন্ত পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছিল অনেক রক্তের বিনিময়ে। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক-সবখানে বৈষম্য ছিল। সেই বৈষম্য চাই না। বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ দেখতে চাই। —নতুন সরকারের কাছে প্রত্যাশা জানিয়ে এভাবেই বললেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক উজ্জ্বল। তিনি বলেন, কোটার অবসান ঘটিয়ে মেধাকে অগ্রাধিকার দিতে চেয়েছে শিক্ষার্থীরা। এর জন্য আবু সাঈদসহ অনেক তরুণ শহীদ হয়েছে। মেধাবীরা যেন তাদের মেধার বিকাশ ঘটাতে পারে নতুন বাংলাদেশে। আমরা ভাগ্যবান-একজন নোবেলজয়ীকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে পেয়েছি। দুনিয়াব্যাপী তার গ্রহণযোগ্যতা আছে। স্বৈরাচার বিদায় করে এতবড় বিপ্লব ঘটিয়েছে শিক্ষার্থীরা। তারপর নতুন সরকার দায়িত্ব নিয়েছে। তারা সংস্কার করবে। তারপর সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। নতুন সরকার নিয়ে আমি আশাবাদী, একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে।
আপনার মতামত লিখুন :