ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

মেজাজ হারালেন আলিয়া

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৯:৩২ পিএম

মেজাজ হারালেন আলিয়া

অভিনেত্রী আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

পাপারাৎজিরা কোন তারকা কি করছেন কোথায় আছেন আর কেউ খবর না রাখলেও তারা রাখেন। তাই অনেক তারকারাই তাদের একটু লুকিয়ে চলার চেষ্টা করেন। অনুমতি ছাড়া ছবি তোলায় অনেকে আবার পাপারাৎজিদের সঙ্গে বাজে ব্যবহার করেন। এবার ছবি তোলাকে কেন্দ্র করে মেজাজ হারালেন অভিনেত্রী আলিয়া ভাট। বিনা অনুমতিতে তার বাড়িতে পাপারাৎজিরা ঢুকে পড়েন। যা নজরে আসতেই মেজাজ হারান তিনি। তাদেরকে রীতিমতো ধমক দিয়ে বসেন। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, সাদা রঙের ঢোলা শার্ট ও কালো প্যান্ট পরিহিত আলিয়া গাড়ি থেকে নেমে হেঁটে বাড়িতে ঢুকছে। সেখানেই দাঁড়িয়ে ছিলেন পাপারাৎজিরা।

আলিয়াকে দেখেই নাম ধরে ডাকাডাকি শুরু করে দেন তারা। রণবীরপত্নীর কাছে এই ঘটনা নতুন নয়। এ ক্ষেত্রে প্রায়ই ক্যামেরার সামনে পোজ দেন তিনি। এ দিন অবশ্য তা করেননি আলিয়া। পাপারাৎজিদের একরকম উপেক্ষা করেই সোজা বাড়ির দিকে হাঁটা ধরেন। আলিয়া বাড়ির ভেতরে চলে যাচ্ছেন দেখে পাপারাৎজিরা তাকে অনুসরণ করতে শুরু করে। রণবীরপত্নীর সঙ্গে ছিলেন তার টিমের সদস্যরাও। ফটোগ্রাফারদের বাড়ির ভেতরে ঢুকতে বারণ করেন তারা। কিন্তু সেই নিষেধ উপেক্ষা করেই দ্রুত আলিয়াকে ফ্রেমবন্দি করার চেষ্টা করেন ছবি শিকারিরা। এরপরই মেজাজ হারান অভিনেত্রী। ঘুরে দাঁড়িয়ে চিত্র গ্রাহকদের কড়া সমালোচনা করেন তিনি। ‘আপ কেয়া কর রাহে হো? ইয়ে প্রাইভেট বিল্ডিং হ্যায়। ভাইরাল ভিডিওতে রাগের গলায় স্পষ্ট বলতে শোনা গিয়েছে আলিয়াকে।

আরবি/জেডআর

Link copied!