চর এলাকার মানুষের জীবনের নানা রকম টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘ময়নার চর’। বর্ষীয়ান চিত্রনাট্যকার ছটকু আহমেদের গল্পে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান বাবু। চলতি মাসের শুরুতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডারে সিনেমাটির শুটিং শুরু হয়ে শেষ হয়েছে মাসের শেষপ্রান্তে। রোববার (২৯ ডিসেম্বর) থেকে সিনেমাটি সম্পাদনার টেবিলে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন। তার বিপরীতে আছেন চিত্রনায়িকা সুষ্মি রহমান।
এ প্রসঙ্গে ইমন বলেন, ‘সর্বশেষ সরকারি অনুদানের চিত্রনাট্যের প্রিভিউ কমিটিতে সবচেয়ে বেশি মার্কস পেয়েছিল ‘ময়নার চর’। এতে আমি কাশেম চরিত্রে অভিনয় করেছি। সিনেমার গল্প একেবারে ‘র’। শুটিংও হয়েছে ‘র’ লোকেশনে। এ সিনেমাতে নিজেকে ভেঙে নতুন করে আবিষ্কারের সুযোগ পেয়েছি। এই গল্পটা আমার জন্য একবারে নতুন।’
সিনেমাটির প্রযোজক-সাংবাদিক সুমন পারভেজ বলেন, ‘আমরা একটানা শুটিং করে সিনেমাটির কাজ শেষ করতে চেয়েছিলাম। সকল শিল্পী পরিচালক, কলাকুশলীদের অক্লান্ত পরিশ্রমের কারণে প্রতিবন্ধকতা ছাড়াই ক্যামেরা ক্লোজ করা সম্ভব হয়েছে। কৃতজ্ঞ শিল্পী, পরিচালক সহ পুরো টিমের কাছে। নতুন বছর ভালো একটি সময়ে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।’
২০২৩-২৪ অর্থবছরে ‘ময়নার চর’ সাধারণ শাখায় ৭৫ লাখ টাকা অনুদান পেয়েছে।
আপনার মতামত লিখুন :