ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

অর্জুনকে নিয়ে মালাইকার ‘স্পষ্ট বার্তা’

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৪, ১১:১১ এএম

অর্জুনকে নিয়ে মালাইকার ‘স্পষ্ট বার্তা’

ছবি: সংগৃহীত

বলিউড তারকা মালাইকা আরোরা। বয়সকে কাজ কিংবা সৌন্দর্য- কোথাও বাঁধা হতে দেননি তিনি। আরবাজ খানের সঙ্গে সম্পর্কের চ্যাপ্টার আগেই ক্লোজড হয়ে গেছে। সম্প্রতি একটা লম্বা সময় ধরে অর্জুন কাপুরের প্রেমে হাবুডুবু খেয়েছেন তিনি। এক ছাদের নিচেও থেকেছেন। কিন্তু শেষ অবধি পরিণতি পায়নি  সম্পর্ক।

এরপর থেকে দুজনই একাই আছেন এবং ঘুরছেন মানসিক অবসাদকে সঙ্গী করে। তবে এবার মালাইকাকে  কথা বললেন অর্জুনকে নিয়ে।

মুম্বাইয়ে দীপাবলির এক অনুষ্ঠানে অর্জুনকে দেখামাত্র মালাইকার নাম জপ করতে শুরু করেন দর্শক। সেই সময় হেসে অর্জুন উত্তর দিয়েছিলেন, “এখন তো আমি ‘সিঙ্গেল’। আপনারা একটু শান্ত হোন।”

মালাইকা এবার মূলত এই বিষয়টি নিয়েই কথা বলেছেন। তিনি স্পষ্ট জানান, তিনি কোনোভাবেই জনসমক্ষে সম্পর্কের কথা প্রকাশ করবেন না। মালাইকার কথায়, “আমি কখনও জনসমক্ষে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলব না। তাই অর্জুন যা-ই বলে থাকুক, সেটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত বিষয়।”

ছয় বছরের সম্পর্ক মালাইকা-অর্জুনের। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে প্রেমের টানে ছেড়েছিলেন আরবাজ খানের ঘর। দেড় যুগের সংসার ভেঙে নতুন করে ভালোবাসার ঘর গড়তে চেয়েছিলেন অর্জুনের বুকে। কাগজে কলমে বাঁধা না পড়লেও একই ছাদের নিচে থাকতেন।

আরবি/এফআই

Link copied!