ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

ফের অল্প বয়সি যুবকের প্রেমে মালাইকা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০১:৪৭ পিএম

ফের অল্প বয়সি যুবকের প্রেমে মালাইকা

ছবি, সংগৃহীত

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ক্যারিয়ারের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন। কয়েক দিন পরপর যেন তিনি আলোচনায় ফিরে আসেন। এর আগে অভিনেতা আরবাজ খানের সঙ্গে ১৭ বছরের বিয়েবিচ্ছেদের ঘটনা ঘটে অভিনেত্রীর। এরপর হাঁটুর বয়সি অর্জুন কাপুরের সঙ্গে ৫ বছরের প্রেম। আর তা ভাঙতেই এবার নতুন প্রেমে অভিনেত্রী মালাইকা অরোরা। বিটাউনে গুঞ্জন, রাহুল বিজয় নামে এক যুবকের প্রেমে পড়েছেন অভিনেত্রী।

গুঞ্জনের শুরুটা হয়েছিল গায়ক এপি ধিলোর একটি কনসার্ট থেকে। সামাজিক যোগযোগমাধ্যমে একটি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, এপি মালাইকাকে মঞ্চে উষ্ণ আলিঙ্গন করেন। কিন্তু না এপি ধিলোর সঙ্গে ডেট করছেন না অভিনেত্রী। মালাইকার নতুন প্রেমিক রাহুল বিজয়, যার সঙ্গে তিনি কনসার্টে অংশ নিয়েছিলেন।

সম্প্রতি এক ইনস্টাগ্রাম স্টোরিতে কনসার্ট থেকে মালাইকার একটি ছবি শেয়ার করেন রাহুল বিজয়। ক্যাপশনে তিনি লিখেছেন— দাঁড়ান, এটা কি মালাইকার কনসার্ট ছিল? এরপরে দুজনের একটি মিষ্টি সেলফিও শেয়ার করেন রাহুল।

রাহুল একজন ফ্যাশন স্টাইলিস্ট ও ফ্যাশন ডিজাইনের ডিগ্রিধারী সৃজনশীল পরামর্শদাতা। তিনি জিকিউ ইন্ডিয়া, হার্পার্স বাজার ইন্ডিয়া এবং এলির মতো জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিনের সাবেক সম্পাদক।

এ ছাড়া রাহুল বিজয় বিনোদন জগতের সঙ্গেও সংযুক্ত রয়েছেন। অভিনেত্রী সারা আলি খান, আলিয়া ভাটের জিগরা সহ-অভিনেতা বেদাঙ্গ রায়না, ভিকি কৌশল, সুনীল শেঠি এবং আথিয়া শেঠির মতো বেশ কয়েকটি জনপ্রিয় সেলিব্রিটির সঙ্গে কাজ করেছেন তিনি। চলতি মাসের শুরুতেই জিকিউ মেন অব দি ইয়ার অ্যাওয়ার্ডের জন্য অর্জুন কাপুরকেও স্টাইল করেছিলেন তিনি।

এর আগে ২০১১ সালে ফ্যাশন ইন্টার্ন হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন রাহুল বিজয়। ইন্ডাস্ট্রিতে তার বয়স মাত্র ১৩ বছর। এখনো ৪০-এর গণ্ডি পার করেননি মালাইকার চর্চিত প্রেমিক। অভিনেত্রীর চেয়ে বয়সে অনেকটাই ছোট বিজয়।

উল্লেখ্য, আরবাজ খানের ডিভোর্স মঞ্জুর হওয়ার আগে অর্জুনকে ডেট করা শুরু করেছিলেন মালাইকা। কিন্তু চলতি বছরের অক্টোবরে ‍‍`সিংহাম অ্যাগেইন‍‍` ছবির প্রচারে অর্জুন স্পষ্ট বলেছিলেন— তিনি এখন সিঙ্গেল। এখন নতুন চর্চা মালাইকার জীবনে এসেছে অন্য পুরুষ।

আরবি/এস

Link copied!