ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫

নির্মাতার বিরুদ্ধে আরেক নির্মাতার নাম চুরির অভিযোগ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৪, ০৫:৪৭ পিএম

নির্মাতার বিরুদ্ধে আরেক নির্মাতার নাম চুরির অভিযোগ

জয় সরকার ও মারিয়া তুষার। ছবি: সংগৃহীত

শেখ হাসিনার পতনের পর ‘আয়নাঘর’ আলোচনায় উঠে এসেছে। যেখানে সরকারের বিরাগভাজনদের ওপর চালানো হতো চরম নির্যাতন। বছরের পর বছর আটকে রাখা হতো তাদের। আলোচিত আয়নাঘর নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা মারিয়া তুষার। গত ৬ আগস্ট মারিয়া তুষার তার ফেসবুক স্ট্যাটাস সিনেমাটির ঘোষণা দেন।

এই নির্মাতার এমন ঘোষণার পাঁচ দিন পর একই নামে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক জয় সরকার। এরই মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করেছেন তিনি। বিষয়টি মায়িা তুষারের নজরে আসতেই আনলেন চুরির অভিযোগ। তিনি দৈনিক রূপালী বাংলাদেশ-কে বলেন, ‘দেশ স্বাধীন হলেও এখনো চোর বাটপার এদেশ ছেড়ে যায়নি। এই দেশে আজও সিনেমার নাম চুরি হয়। যার ভুক্তভোগী আমি নিজেই। এর নিন্দা জানাই।’

তবে এ নিয়ে জানতে চাইলে পরিচালক জয় দৈনিক রূপালী বাংলাদেশ-কে বলেন, ‘আমি মারিয়া তুষারকে চিনি না। তার সঙ্গে ফেসবুকেও নেই। রাজপথ থেকেই সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করি। এরপর পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন ভাইয়ের সঙ্গে আলাপ করি। সেদিন শুক্রবার থাকায় গত রোববার (১১ আগস্ট) নাম এন্ট্রি করি। আমি তার ঘোষণার ব্যাপারে জানি না।’

উল্লেখ্য, মারিয়া তুষার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘গ্রাস’। দ্বিতীয় চলচ্চিত্র ‘জাহালম’ এখনো আদালতে আটকে আছে। ‘আয়নাঘর’ হতে যাচ্ছে তার তৃতীয় সিনেমা। এছাড়াও তিনি একাধিক টেলিফিল্ম ও নাটক নির্মাণ করেছেন।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!