সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০৯:৪৩ এএম

শুভমানের সঙ্গে বিয়ের গুঞ্জন, যা বললেন ঋদ্ধিমা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০৯:৪৩ এএম

শুভমানের সঙ্গে বিয়ের গুঞ্জন, যা বললেন ঋদ্ধিমা

ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেটার শুভমান গিল। খেলোয়াড় হিসেবে যতটা না তিনি আলোচনায় থাকেন, তার চেয়ে বেশি থাকেন বিভিন্ন তারকাদের সাথে ব্যক্তিগত জীবন নিয়ে। কখনো সারা আলি খান তো কখনো সারা টেন্ডুলকার, আবার কখনো ঋদ্ধিমা পণ্ডিতের সঙ্গে নাম জড়িয়েছেন শুভমান।

তবে এত গুঞ্জনের পরও কখনোই ব্যক্তিজীবন নিয়ে মুখ খোলেননি এই ক্রিকেটার। কিন্তু এবার ঋদ্ধিমা পণ্ডিতের সঙ্গে তার বিয়ের গুজব রটতেই এবার নীরবতা ভাঙলেন অভিনেত্রী নিজেই।

সম্প্রতি এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋদ্ধিমা জানিয়েছেন, শুভমানের সঙ্গে তার নাম জড়ানো সব থেকে মজার আর অদ্ভুত একটি বিষয়। তিনি বলেন, আমায় নিয়ে শোনা সব থেকে মজার গুজব এটি যে, আমি নাকি শুভমান গিল নামক একজন ক্রিকেটারকে বিয়ে করেছি, যার সঙ্গে আমার গোটা জীবনে কখনো দেখাই হয়নি।

তিনি বলেন, আমি যদি ওর বন্ধু হতাম কিংবা ওর সঙ্গে আমায় কোথাও দেখা যেত, ওর সঙ্গে আমার কথা হতো, তা হলে না একটা বিষয় ছিল— এই গুজবের একটা মানে থাকত। কিন্তু এটা ভীষণ, ভীষণই অদ্ভুত।

তিনি আরও বলেন, এই গুজবটা এত বেশি করে ছড়িয়ে গিয়েছিল যে, আমি ভরে ভরে শুভেচ্ছাবার্তা পেয়েছি। তাই আমার মনে হলো— এবার এ বিষয়ে কথা বলা উচিত। অভিনেত্রী বলেন, তারকা হিসেবে আমার নিজের রেপুটেশনের জন্য মুখ খোলা দরকার। আসলে তারকা হলেই তারা সহজ টার্গেট হয়ে যান। আজকাল যদিও অনেক মাধ্যম আছে, যেখানে সত্য জানানো যায়, কিন্তু এটা এত দ্রুত ছড়িয়ে গেছে যে কী বলি।

ঋদ্ধিমা বলেন, অভিনেত্রী হিসেবে তাদের চামড়া মোটা হয়ে গেছে। অনেক কিছুকেই তারা পাত্তা দেন না। এটাও জানেন তাদের জীবন মানুষের নজরে থাকে। ফলে চাপ থাকেই। তাই এমন গুজব রটে গেলে সেটি সামলানো সহজ হয় না। বিশেষ করে বাবা-মায়েরা সেসব দেখেন। ওরা চান, এসব থেকে বাঁচিয়ে রাখতে। কিন্তু তাও এমন গুজব রটলে তাদের খারাপ লাগে বলেই জানান অভিনেত্রী।

প্রসঙ্গত, ঋদ্ধিমা পণ্ডিতকে শেষবার সিকান্দার কা মুকাদর ছবিতে দেখা গেছে। ২৯ অক্টোবর মুক্তি পেয়েছিল ছবিটি। তার সঙ্গে ছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া, অবিনাশ তিওয়ারী প্রমুখ।
 

আরবি/এফআই

Link copied!