ঢাকা: জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন ‘একটা দেশলাই কাঠি’ গানের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী আজমেরী নির্ঝর। শুক্রবার (১৫ নভেম্বর) বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। প্যারিসে হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। গায়িকার বরের নাম জাহেদ আহমেদ মামুন। পেশায় ব্যবসায়ী ও সমাজসেবক। যুক্তরাজ্যে পড়াশোনা শেষ করে বর্তমানে ফ্রান্সে স্থায়ীভাবে বসবাস করছেন মামুন।
নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই গায়িকা। শিগগিরই দেশে আসবেন বলে জানিয়েছেন তিনি। তখন বড় করে আনুষ্ঠানিকতার পরিকল্পনা দূর দেশ থেকে জানালেন নির্ঝর।
গেল কয়েক বছর ধরে উচ্চশিক্ষার জন্য আজমেরী নির্ঝর ছুটেছেন যুক্তরাজ্য, সুইডেন ও ফ্রান্সে। অবশেষে থিতু হয়েছেন প্যারিসে। বর্তমানে দেশটিতে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। বর্তমানে ফ্রান্সের ইমিগ্রেশন বিভাগে ৪টি ভাষার ট্রান্সলেটর হিসেবে কর্মরত আছেন।
উল্লেখ্য, ছোটবেলা থেকেই গানের সঙ্গে যুক্ত আছেন নির্ঝর। খুলনা নজরুল একাডেমিতে ১০ বছর নজরুল সংগীতের তালিম নিয়েছেন তিনি। জাতীয় শিক্ষা সপ্তাহ, নতুন কুঁড়ি, জাতীয় শিশু পুরস্কারসহ অনেক পুরস্কারই পেয়েছেন এই কণ্ঠশিল্পী। সংগীত ক্যারিয়ারে এ পর্যন্ত তার তিনটি একক অ্যালবাম প্রকাশ হয়েছে। এগুলো হচ্ছে- ‘পোড়ামুখী’ (২০০৩), ‘সূর্যমুখী’ (২০০৫) ও ‘স্বপ্নমুখী’ (২০১২)।
আপনার মতামত লিখুন :