ঢাকা বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫

বিয়ে করলেন প্রিয়ন্তী উর্বী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ০৩:৫৭ পিএম

বিয়ে করলেন প্রিয়ন্তী উর্বী

ছবি, সংগৃহীত

কয়েক দিন আগেই নতুন জীবন শুরু করার কথা জানিয়েছিলেন চলতি সময়ের মডেল-অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। সেসময় তিনি বলেছিলেন, বছরের শেষ দিকে বিয়ে করবেন। বছরের শেষপ্রান্তে এসে বিয়ের খবর দিলেন এই অভিনেত্রী। গত ২৭ ডিসেম্বর জীবনের নতুন অধ্যায় শুরু করলেন উর্বী।

তার স্বামী সালমান আহমেদ। বর্তমানে একটি সংবাদপত্রের বিপণন বিভাগে কর্মরত রয়েছেন তিনি। এদিন গুলশান আজাদ মসজিদে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি। ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ে।

উর্বী জানান, বছরখানেকের পরিচয় থেকে বন্ধুত্ব; পরে বিয়ের প্রস্তাব। বিয়ের প্রস্তাবের সেই গল্পটাও শোনালেন তিনি। চলতি বছরে জুলাইয়ে উর্বীর জন্মদিন ছিল। বিশেষ এই দিনে ছয় বন্ধুকে নিয়ে কক্সবাজারে গিয়েছিলেন তিনি। সঙ্গে সেই বন্ধুও ছিলেন। সমুদ্রের তীরে বসে ছিলেন। সিনেম্যাটিক স্টাইলে নায়িকাকে পায়েল পরিয়ে দিয়ে বিয়ের প্রস্তাব দেন। সেই বন্ধুর সেন্স অব হিউমারের অনুরাগী ছিলেন উর্বী।

এরপর আর ব্যাপারটা দুজনের মধ্যে আটকে থাকেনি; পারিবারিকভাবে গড়িয়েছে। কয়েক দফায় দুই পরিবারের মধ্যে আলাপ হয়েছে। অবশেষে তাদের চার হাত এক হয়েছে।

আরবি/এস

Link copied!