উল্কা হোসেন যেন একের ভেতর চার। গান গাওয়ার পাশাপাশি বিজ্ঞাপন মডেল, রন্ধন শিল্পী ও এক সময়ে অভিনয়ে কাজ করেছেন তিনি। মূলত কণ্ঠশিল্পী হিসেবে উল্কা হোসেনকে সবাই চেনেন। উল্কা হোসেন ২০২৩ সালের ২২ ডিসেম্বর তার জন্মদিনে জাতীয় প্রেসক্লাবে উদযাপন করেন তার সংগীতজীবনের ৫০ বছর। উল্কা হোসেন রীতিসিদ্ধ সাংগীতিক প্রশিক্ষণপ্রাপ্ত শিল্পী।
সম্প্রতি বিদ্যা সিনহা মিমের সঙ্গে একটি জুয়েলারির বিজ্ঞাপনচিত্রের শুটিং শেষ করেছেন। গত সপ্তাহে করেছেন দুটি বেসরকারি ব্যাংক বিজ্ঞাপনচিত্রের শুটিং। বাংলাদেশ টেলিভিশনের জনসচেতনমূলক বিজ্ঞাপনচিত্রগুলোতেও সরব উপস্থিতি তার।
উল্কা হোসেন বেসরকারি টেলিভিশনগুলোর সংগীতানুষ্ঠানে নিয়মিত গান পরিবেশন করেন। অংশ নেন নানা টক শোতেও। কিছু দিন আগে শহীদুল্লাহ ফরায়জীর কথায় বিনোদ রায়ের সংগীতে একটি গানে কণ্ঠ দিয়েছেন। প্রকাশিত হয়েছে শফিক তুহিনের কথা ও সুরে নতুন আরেকটি গানও। জনপ্রিয় কণ্ঠশিল্পী এক সময় অভিনয় করেছেন মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজা, আদনান আল রাজীবসহ দেশসেরা সব নির্মাতার নির্দেশনায়।
অভিনয় বিষয়ে উল্কা বলেন, নাটকে আগে কাজ করতাম। এখন আবার নাটকে কাজ করার কথা ভাবছি। ভালো গল্প ও ভালো চরিত্রের অপেক্ষায় আছি, পেলে আবার অভিনয় করব।
উল্কা আরও বলেন, কাজের মধ্যে ডুবে থাকতেই আমার ভালো লাগে। আমি দেশসেরা নির্মাতাদের পরিচালনায় যেমন অভিনয় করেছি তেমন আলাউদ্দীন আলী, শেখ সাদী খান, রাজা হোসেন, আইয়ুব বাচ্চুর সুরেও গান করেছি। এটা অনেক বড় পাওয়া মনে হয়। এখনো রাস্তাঘাটে বের হলেই নিজের বড় বড় বিলবোর্ড চোখে পড়ে। তখন খুব ভালো লাগে। কে না চায় তার কাজগুলো স্বীকৃতি পাক! আমিও চাই সারা জীবন কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে। উল্কার হাতে এখনো বেশ কয়েকটি নতুন বিজ্ঞাপনচিত্রের কাজ রয়েছে। নতুন বছরের শুরুতেই সেগুলোর শুটিং হবে বলে জানালেন।
আপনার মতামত লিখুন :