ছোট ও বড় পর্দার অভিনেত্রী মৌসুমী হামিদ অভিনীত ‘নয়া মানুষ’ সিনেমাটি আজ দেশজুড়ে মুক্তি পেয়েছে। বানভাসিদের গল্প নিয়ে সোহেল রানা বয়াতির পরিচালনায় রওনক হাসানের বিপরীতে সিনেমাটিতে অভিনয় করেছেন এই অভিনেত্রী। জি-সিরিজ প্রযোজিত সিনেমাটি নিয়ে আশাবাদী মৌসুমী হামিদ।
তার ভাষায়, যদিও দেশের পরিস্থিতি অনুকূলে নয়। এ সময়ে ‘নয়া মানুষ’ মুক্তি পাওয়া চ্যালেঞ্জ। বাণিজ্যিক ঘরানার সিনেমা না হলেও এটি গ্রামের মানুষ, চর ও মাটির মানুষের গল্প নিয়ে নির্মিত। গল্প যদি ভালো হয় স্ক্রিন, ভিজুয়াল যেমনই হোক না কেন মানুষ সেটা পছন্দ করে। অনেকেই মনে করেন, বড় নায়ক-নায়িকা হলেই সিনেমা ব্যবসা সফল হয়, এমনটা নাও হতে পারে। গল্প ভালো হলে মানুষ সিনেমা দেখতে হলে যাবে এটাই স্বাভাবিক। এমন চরিত্রে আগে কখনো কাজ করিনি। এবারই প্রথম এ ধরনের চরিত্রে দর্শক আমাকে পাচ্ছে। আশা করছি, দর্শক নতুন কিছু পাবে।
সিনেমাটির শুটিং করতে গিয়ে প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছিল ‘নয়া মানুষ’ টিম। সে সব কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল লোকেশন। আমরা যে চরে শুটিং করেছি, এটা একেবারে শুটিংবান্ধব জায়গা ছিল না। শুটিংয়ের সময় পরিবেশটা অনুকূলে থাকা খুব জরুরি। তাহলে মনোযোগ সহকারে কাজ করা যায়। লোকেশনটা খুবই প্রতিকূল ছিল। যাতায়াত ব্যবস্থাও ভালো ছিল না। ছিল প্রাকৃতিক দুর্যোগ সিত্রাংও। দর্শকের উদ্দেশে বলব, ‘নয়া মানুষ’ পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। এটি হলে এসে দেখুন, তাহলে আমরা এত কষ্ট করে সিনেমাটি করেছি শুধু আপনাদের জন্য। দর্শক সিনেমাটি দেখলে আমাদের কষ্ট সার্থক হবে।’
আপনার মতামত লিখুন :