‘স্ত্রী ২’ মুক্তির পরই চর্চায় রয়েছেন অভিনেতা রাজকুমার রাও। অন্যদিকে ‘অ্যানিমেল’ সিনেমাতে ‘ভাবি ২’-এর ভূমিকায় অভিনয়ের পর থেকেই তৃপ্তি দিমরিকে নিয়ে চলছে হইচই। এই দুই অভিনয়শিল্পী এবার ধরা দিয়েছেন ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’ সিনেমাতে। হালে মুক্তি পেয়েছে এ সিনেমাটি। এই সিনেমা দেখে চমকে উঠেছেন সবাই। সিনেমার শুরুতেই ‘ভিকি’ অর্থাৎ রাজকুমার রাও এবং ‘বিদ্যা’ অর্থাৎ তৃপ্তি দিমরির বিয়ের মুহূর্ত উঠে এসেছে। তাদের বিয়ের পর ফুলসজ্জায় ঘনিষ্ঠ মুহূর্ত তারা রেকর্ড করে রাখেন। একসময় সেই সিডি চুরি হয়ে যায়। যা খুঁজতে রীতিমত হিমশিম খেতে হয় তাদের। সমাজের ভয়ে পিছিয়ে পড়ে ভিকি। কিন্তু স্ত্রী বিদ্যা একটুও ভয় পায়না লোকলজ্জাকে। বরং নিজের সম্মান রক্ষার্থে রুখে দাঁড়ায় সে সমাজের বিরুদ্ধে। শেষমেশ কী হবে ভিকি-বিদ্যার জীবনে? সেই গল্পই ফুটে উঠবে সিনেমার গল্পে।
একদিকে ভিকি যেমন ভিতু অন্যদিকে, বিদ্যা একজন স্বাধীনচেতা মহিলা। স্বামী-স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হলেও তিনি ভয় পান না এতটুকু। উলটো, সমাজের চোখ রাঙানি ও পরিবারের গালমন্দ খাওয়ার পরেও বিদ্যা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকেন যে সবকিছু ঠিক করে দেবেন। ভিকি-বিদ্যা কীভাবে সবকিছু সামলে নিজেদের সম্মান রক্ষা করেন, তা নিয়েই তৈরি হয়েছে সিনেমার চিত্রনাট্য। ট্রেলারে একদিকে যেমন ধরা পড়েছে কৌতুক তেমনই রয়েছে ইমোশন-ড্রামা। রয়েছে জুটির ধারালো সংলাপ। বাড়তি পাওনা অবশ্যই রাজকুমারের কমেডি টাইমিং।
অন্যদিকে, তৃপ্তিও যেন অভিনয়ের দিক থেকে বেশ পরিণত। সম্মান রক্ষার্থে এক নারীর লড়াই, সেই সফরনামা ট্রেলারে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন অভিনেত্রী। দারুণ সিনেমাটোগ্রাফি এবং অসাধারণ ব্যাকগ্রাউন্ড স্কোর সিনেমার ট্রেলার দর্শকদের আকৃষ্ট করেছে। আসলে কমেডির মোড়কে এই সিনেমা সমাজের একটা অন্ধকার দিক তুলে ধরার চেষ্টা করেছে। সোশাল মিডিয়ায় যুগে একটা মিমস বা ভিডিও ভাইরাল হতে বেশিক্ষণ লাগে না। সেই ভিডিও, সিনেমার সত্যতা যাচাই না করেই আমজনতা বিচারের কাঠগোড়ায় তুলতে থাকেন অভিযুক্তদের। সেই সব কিছুকেই সহজভাবে দর্শকদের সামনে তুলে ধরেছেন নির্মাতা। আসলে কমেডির মোড়কে এই সিনেমা সমাজের একটা অন্ধকার দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সেই সঙ্গে রয়েছে সতর্কবার্তাও।
অভিনেতা রাজকুমার রাও এই সিনেমাতে প্রথমবার জুটি বেঁধেছেন অভিনেত্রী তৃপ্তি দিমরির সঙ্গে। অনুভব সিনহার ‘ভিড়’ হোক বা রাজ-ডিকের ‘গানস অ্যান্ড গুলাবস’ প্রতিভার প্রমাণ দিতে কোনও খামতি রাখেননি রাজকুমার। সিনেমাটি পরিচালনা করেছেন রাজ শান্ডিল্যা। রাজ বিনোদন জগতে এমনিতে বেশ পরিচিত নাম। ‘ড্রিম গার্ল’, ‘ড্রিম গার্ল ২’-এর মতো সিনেমা পরিচালনার জেরে বর্তমানে বেশ চর্চায় রয়েছেন তিনি।
অন্যদিকে, ‘ওয়েলকাম ব্যাক’, ‘ফিরকি আলি’, ‘জবরিয়া জোরি’র মতো সিনেমার সংলাপ লিখেছেন তিনি। তার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘জন হিত মে জারি’র মতো সিনেমাটি। ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’ সিনেমার কাহিনিও লিখেছেন রাজ। তবে রাজ যেভাবে গল্প সাজান তাতে এই সিনেমাটির কাহিনিতেও রয়েছে সামাজিক বার্তা, তা বলাই বাহুল্য। সেলুলয়েডের পর্দায় ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’ সিনেমাটি ১১ অক্টোবর মুক্তি পেয়েছে।
আপনার মতামত লিখুন :