জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। সম্প্রতি একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে চলেছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার বছরের শেষে আরও এক সুখবর দিলেন তিনি। নতুন সিনেমা ‘ডাকাত’-এ যুক্ত হলেন তিনি।
জানা গেছে, এই সিনেমায় ম্রুণাল এর জায়গায় এর আগে অভিনেত্রী শ্রুতি হাসান চুক্তিবদ্ধ হয়েছিলেন। তবে পরবর্তীতে নিজেই কোন এক কারণবশত নাম প্রত্যাহার করেন শ্রুতি। যার জন্য এবার তার জায়গায় ম্রুণাল ঠাকুরকে নেওয়া হয়েছে।
ইতোমধ্যে ভারতের হায়দ্রাবাদে চলছে এই সিনেমার শুটিং। যেখানে ব্যস্ত সময় পার করছেন ম্রুণাল ঠাকুর।
বলিউড হাঙ্গামাকে ম্রুণাল বলেন, ‘আমি গল্পটি পেয়েই অভিনয় করার জন্য হ্যাঁ বলে দেই। কারণ গল্পটির বাস্তবতার সঙ্গে অনেক মিল রয়েছে। এমন গল্পেই আমি কাজ করতে চাই। সিনেমার শুটিং চলছে। ভালো অভিজ্ঞতা হচ্ছে। আশা করছি কাজটিও ভালো লাগবে দর্শকের।’
‘ডাকাত’ সিনেমাটি নির্মাণ করেছেন শানিল দেও। এর গল্প লিখেছেন নির্মাতা নিজেসহ আরও দুজন। সিনেমাটি এ বছরের ডিসেম্বরে মুক্তির কথা থাকলেও তা আর সম্ভব হচ্ছে না। সিনেমায় ম্রুণালের বিপরীতে অভিনয় করছেন আদিবি সেশ।
আপনার মতামত লিখুন :