ঢাকা বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

শুটিংয়ে ফিরলেন ‘মুজিব’ নায়ক আরিফিন শুভ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪, ০৫:৪৯ পিএম

শুটিংয়ে ফিরলেন ‘মুজিব’ নায়ক আরিফিন শুভ

আরিফিন শুভ। ছবি: সংগৃহীত

ঢালিউড সিনেমার দর্শকপ্রিয় নায়ক আরিফিন শুভ। হাসিনা সরকার পতনের পর এই নায়কের সময়টা খারাপ যাচ্ছে। ‘মুজিব: একটি জাতির রূপকার’’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন শুভ। তবে সরকার পতনের পর এ কারণে ব্যাপক সমালোচনায় জড়ান শুভ।

তার আগে দাম্পত্য জীবনের ইতি টেনে খবরের শিরোনামে আসেন তিনি। বিচ্ছেদের খবর জানিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন শুভ। ‘মুজিব’ সিনেমার বিনিময়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ পেয়েছিলেন অভিনেতা। তবে তাকে বরাদ্দ দেয়া সেই ১০ কাঠার প্লটটি বাতিল করে রাজউক।

অনেক দিন ব্যক্তিগত খবরে থাকলেও অবশেষে এলো শুভর নতুন কাজের খবর। ঢাকার এই নায়ককে নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করছেন সৌমিক সেন, যিনি আলোচিত ‘জুবিলি’ সিরিজের সহ-স্রষ্টা। সনি লিভের এই সিরিজের নাম ‘জ্যাজ সিটি’।

গেল সাত দিন ধরে সিরিজটির শুটিং চলছে। এরই কলকাতা অংশের শুটে যোগ দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ বলে খবর প্রকাশ করেছে আনন্দবাজার।

আরিফিন শুভ। ছবি: সংগৃহীত

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘জুবিলি’র পর নতুন এই সিরিজেও নানা চমক রেখেছেন সৌমিক সেন। যেমন, আরিফিন শুভর বিপরীতে দেখা যাবে সৌরসেনী। এছাড়াও রয়েছেন, টলিউড এবং বলিউডের একাধিক অভিনেতা। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সিরিজর শুটিং চলবে।

সিরিজের গল্প প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে কলকাতার জন্য চমক, শহরের বুকে গড়ে উঠতে চলেছে জ্যাজ ক্লাব। ২০-২৫টি টেবিল সাজানো। ১০০-১৫০ জনের বসার আয়োজন। ক্লাবের আবহে সময় সত্তরের দশক! যে সময় পার্ক স্ট্রিটে ‘ক্লাব সংস্কৃতি’র সুবাদে পাশ্চাত্য গানের রমরমা। আবহ একুশ শতকে কী করে ফিরিয়ে আনা সম্ভব?

সেই অসম্ভব সম্ভব করতে চলেছেন পরিচালক সৌমিক সেন। তিনি সেটে এক টুকরো পুরনো কলকাতাকে মনের মতো করে বানিয়ে নিচ্ছেন।

ইংরেজি-সহ নানা ভাষার গান শোনা যাবে সিরিজে। একাধিক সুরকার এবং গীতিকার থাকলেও পরিচালক নাকি একটি নারী কণ্ঠ ব্যবহার করতে চলেছেন। মুম্বাইয়ের এক জ্যাজ গায়িকার কণ্ঠ শুনতে পাবেন সবাই। গায়িকা সৌমিকের হাত ধরে প্রথম হিন্দি বিনোদন দুনিয়ায় পা রাখতে চলেছেন।

বর্তমানে আরিফিন শুভর মুক্তির অপেক্ষায় আছে ‘নূর’, ‘নীলচক্র’ ও ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমা।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!