ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪

সম্মাননা পেলেন মুনিয়া ইসলাম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০১:৩৬ পিএম

সম্মাননা পেলেন মুনিয়া ইসলাম

মুনিয়া। ছবি: সংগৃহীত

এক যুগের বেশি সময় ধরে নীরবে নিভৃতে শোবিজে কাজ করছেন মুনিয়া ইসলাম। মডেলিং, উপস্থাপনা ও অভিনয়—তিন মাধ্যমেই তার সরব উপস্থিতি। মেধা আর সৌন্দর্য্য দিয়ে দর্শকের মনে জায়গা করে নিলেও পুরস্কার পেয়েছেন কম। সর্বশেষ তিনি ২০১৫ সালে নটরডেম কলেজ থেকে অভিনয়ের জন্য সম্মাননা পেয়েছিলেন।

তাই এত বছর পর ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’-এর মতো সমৃদ্ধ আয়োজনে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আবেগাপ্লুত এই তারকা। ধারাবাহিক নাটক শাখায় সেরা অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন মুনিয়া ইসলাম। চ্যানেল আইয়ে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ছোটকাকু: সৈয়দপুরের সৈয়দ সাহেব’-এ অভিনয়ের জন্য জুরি বোর্ড তাকে এই পুরস্কারের জন্য বেছে নিয়েছেন।

মুনিয়া লেখাপড়ার জন্য এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাই অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কারটি গ্রহণ করতে পারেননি। মুনিয়ার পক্ষ থেকে তার মা হাসিনা আক্তার পুরস্কারটি গ্রহণ করেন। মেয়ের এই অর্জনে তিনি অশ্রুসিক্ত হয়ে উঠেন।

মুনিয়া যুক্তরাষ্ট্র থেকে বলেন, ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পাওয়া আমার অভিনয়জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। আমি কৃতজ্ঞ জুরি বোর্ড ও আয়াজকদের প্রতি। ধন্যবাদ জানাই চ্যানেল আই এবং ছোটকাকু ধারাবাহিকের লেখক, পরিচালক, প্রযোজক এবং আমার সহশিল্পীদের। সবার সহযোগীতা না পেলে এই পুরস্কারটি আমি পেতাম না।’

‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে শনিবার (২ নভেম্বর)। রাজধানীর একটি অভিজাত হোটেলের বল রুমে বসেছিল এর তৃতীয় আসর।

২০২৩ এর মাঝামাঝি থেকে ২০২৪ এর মাঝামাঝি পর্যন্ত মুক্তি পাওয়া চলচ্চিত্র, নাটক, ওটিটি কনটেন্ট, গান, বিজ্ঞাপন, ফ্যাশন অ্যাকটিভিটি ও বিভিন্ন অঙ্গনের সেরা অ্যাচিভারদের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। আরও ছিল জনপ্রিয় তারকাদের পারফরম্যান্স।

নতুনধরা প্রেজেন্টস ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’-এর এবারের আসরে জুরি বোর্ডের দায়িত্বে ছিলেন দেশের প্রখ্যাত সংগীতশিল্পী খুরশিদ আলম, ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত প্রোডিউসার এহসানুল হক বাবু ও বিনোদন সাংবাদিক এবং বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৪-এর মিডিয়া কো-অর্ডিনেটর মাসিদ রণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রামীন ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নতুনধরা গ্রপের ম্যানেজিং ডিরেক্টর এবং বাইফা অ্যাওয়ার্ডের চিফ অ্যাডভাইজার ড. মোহাম্মদ সাদী উজ জামান, বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-এর ফাউন্ডার শাহরিয়ার স্বপনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!