ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

ফেরদৌসের বিরুদ্ধে হত্যা মামলা

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪, ০৩:০০ এএম

ফেরদৌসের বিরুদ্ধে হত্যা মামলা

চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ছবি: সংগৃহীত

ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও ঢালিউড চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে রাজধানী ঢাকার আদাবর থানায় মামলাটি দায়ের করা হয়েছে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করে জয় লাভ করেন চিত্রনায়ক ফেরদৌস। 

নির্বাচনে ৬৫ হাজার ৮৯৮ ভোটে জয়ী হন তিনি।আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শামসুল আলম আম প্রতীকে পান ২ হাজার ২৫৭ ভোট।

আরবি/জেডআর

Link copied!