জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। রাজধানীর একটি হাসপাতালে প্রায় সপ্তাহ খানেক ধরে লাইফ সাপোর্টে রয়েছেন শিল্পী। বেশ কয়েক বছর ধরেই তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন।
প্রায় সময়ই তার শরীর অত্যন্ত খারাপ থাকে। সম্প্রতি অবস্থার আরও অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
একুশে পদকজয়ী শিল্পী পাপিয়া বর্তমানে তেজগাঁওয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালেও চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তবে তার শারীরিক অবস্থা এখনও ইতিবাচক হওয়ার ইঙ্গিত মিলছে না। নিজ অবস্থান থেকে চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করছেন। এই তথ্য গণমাধ্যমের কাছে নিশি্চত করেছেন তার ভাগ্নি সম্পা রেজা, শিল্পী বুলবুল ইসলামসহ ঘনিষ্ঠরা।
পাপিয়া সারওয়ারের দুই মেয়ে জারা ও জিশান যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাস করেন। মায়ের অসুস্থতার খবর পেয়ে তারা বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন।
পাপিয়া সারওয়ারের জন্ম বরিশালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে স্নাতক শেষ করেন। উচ্চশিক্ষার জন্য বৃত্তি নিয়ে ভারতে যান। শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র সঙ্গীতে ডিগ্রি অর্জন করে পড়াশোনা শেষ করেন। বাংলাদেশের স্বাধীন হওয়ার পর ভারত সরকারের কাছ থেকে বৃত্তি পাওয়া প্রথম ব্যক্তি ছিলেন পাপিয়া সারোয়ার।
আপনার মতামত লিখুন :