মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০৩:২৭ পিএম

banner

আমার মন্তব্যকে ভুলভাবে ব্যাখা করা হয়েছে: বনি

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০৩:২৭ পিএম

আমার মন্তব্যকে ভুলভাবে ব্যাখা করা হয়েছে: বনি

বনি। ছবি: সংগৃহীত

টলিউডের স্পষ্টবাদীদের মধ্যে অন্যতম বনি সেনগুপ্ত। এবার সেটিই যেন কাল হলো। সেখানকার ছোট পর্দার অভিনয় শিল্পীরা গর্জে উঠেছেন ইন্ডাস্ট্রিতে এক দশক কাটিয়ে ফেলা এ নায়কের ওপর। অভিযোগ, ছোট পর্দাকে অপমান করেছেন বনি।

হঠাৎ কী এমন ঘটল যে সবাই চটল? ভারতীয় সংবাদমাধ্যম বলেছে, সম্প্রতি গুঞ্জন ওঠে বনিকে নিয়ে। তিনি নাকি সিরিয়ালে কাজ করছেন। এরই মধ্যে শেষ করেছেন শুটিং। তাতেই রেগে আগুন হন বনি। ফুঁসতে ফুঁসতে বলেন, ‘আমার এত খারাপ অবস্থা হয়নি যে সিরিয়াল করব।’

এদিকে, রেগে আগুন বনির এ মন্তব্য আবার আগুন ধরিয়ে দেয় ছোট পর্দার শিল্পীদের মাথায়। হা রে রে করে তেড়ে আসেন ভাস্বর, শ্রুতি, মানসী সেনগুপ্তরা। তাদের বক্তব্য, ছোট পর্দার শিল্পীদের অপমান করেছেন বনি! নেটিজেনরাও ভিড়ে যান তাদের দলে। অহংকারী বলে খোঁচাতে থাকেন। ফলে বেচারা বনি পড়ে যান বেকায়দায়। তার বক্তব্য ভুলভাবে প্রচার করা হয়েছে বলে মুখ খোলেন।

অভিমানের সুরেই বললেন, ‘আমার মন্তব্যকে ভুলভাবে ব্যাখা করা হয়েছে, আমি কোনোভাবেই ওই কথা বলিনি’।

অভিনেতা জানান, সংবাদিক তার কাছে অফিসিয়াল কোনো বিবৃতি চাননি, এমনি আলোচনা চলছিল। পাশাপাশি বলেন, ‘আমি বলেছি আমার এত খারাপ অবস্থা হয়নি যে সোমরাজের সঙ্গে সিরিয়াল করব, যদি করতেই হয় তাহলে সোলো লিড করব। নিজে করব। আমি ছোট পর্দায় অন্য কোনো নায়কের সঙ্গে স্ক্রিন শেয়ার করব না। সেখানে সোমরাজের নামটা মুছে হেডিং করা হলো।’

বনি জানান এই মুহূর্তে হাতে এক গুচ্ছ কাজ রয়েছে তার। ছোট পর্দা নিয়ে ভাবার সময়ই নেই। প্রেমিকা কৌশানি মুখোপাধ্যায়ের সঙ্গে ফের জুটি বাঁধছেন। সেখানে দুজনেই দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!