রহস্যজনক মৃত্যু হয়েছে কলকাতার জনপ্রিয় ব্যান্ড ফসিলসের সদস্য চন্দ্রমৌলি বিশ্বাসের। ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে তার মরদেহ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
রোববার সন্ধ্যায় ৪৮ বছর বয়সী এ বেজিস্টের দেহ উদ্ধার করা হয়। কলকাতার ওয়েলিংটন এলাকায় ভাড়া থাকতেন তিনি। সঙ্গে থাকতেন বাবা-মা। ঘটনার দিন তারা কেউ বাড়িতে ছিলেন না। চন্দ্রমৌলি বর্তমানে যে ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন তারই এক সদস্য দেখতে পান ঝুলন্ত দেহ।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে চন্দ্রমৌলির দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের পর আগামীকাল শেষকৃত্য অনুষ্ঠিত হবে শিল্পীর। চন্দ্রমৌলির মৃত্যুতে শোকস্তব্ধ তার অনুরাগীরা।
২০০০ থেকে ২০১৮ পর্যন্ত ফসিলসের সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রমৌলি। পরে নিজেই গানের দল গঠন করেন। এরই মধ্যে তার প্রস্থানে হতবাক ব্যান্ড সদস্যরা। দলটির এক সদস্য মহুল বলেন, ‘নতুন করে দল গড়া হলো, সদ্য শেষ হয়েছে একটি মিউজিক ভিডিওর কাজ। তার মধ্যে এ রকম কাণ্ড ঘটে যাবে ভাবতেই পারিনি। যে অবস্থায় আজ ওকে দেখেছি, ভাবতেই পারছি না।’
এদিকে চন্দ্রমৌলি প্রয়াণে শোকের ছায়া পড়েছে ফসিলসেও। গানে গানে শোক প্রকাশ করেছেন ব্যান্ডটির গায়ক রূপম ইসলাম।
আপনার মতামত লিখুন :