ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

সন্তানের মা হতে চাইনি কখনোই: রাধিকা

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ১১:২৭ এএম

সন্তানের মা হতে চাইনি কখনোই: রাধিকা

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে মা হতে চলেছেন। ২০১১ সালে ব্রিটিশ সংগীতশিল্পী ও সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে লিভ ইন শুরু করেন তিনি। এরপর জানা যায়, আইনিভাবে বিয়ে সেরেছেন এই যুগল।

গত অক্টোবরে লন্ডনের একটি চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন রাধিকা। সেখানে তার বেবি বাম্প নজরে আসতেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ে।

পরে উৎসবে তোলা কিছু ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নেন রাধিকা। পরিচালক করণ কান্ধারি পরিচালিত ‍‍`সিস্টার মিডনাইট‍‍` ছবিটির প্রিমিয়ার উপলক্ষ্যে ওই চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন রাধিকা। কিন্তু নিজের মা হওয়ার প্রসঙ্গে সেদিন একটি শব্দও তিনি লেখেননি; এমনকি খবর জানাজানি হওয়ার পরেও।

তবে এবার নিজের অন্তঃসত্ত্বা নিয়ে মুখ খুললেন রাধিকা। তবে বললেন একটু ভিন্ন ছন্দে। অন্য তারকাদের তুলনায় একটু আলাদাই এই অভিনেত্রী। তাই জীবনের নতুন সুখবরটির প্রসঙ্গে বলতে গিয়ে সোজা বলে ফেললেন, ‘কোনোদিনই সন্তানের মা হতে চাইনি।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে খানিক মজার সুরেই রাধিকা জানান, তিনি এবং তার স্বামী কোনোদিনই সন্তান চাননি তাদের জীবনে। অভিনেত্রীর কথায়, ‘বাচ্চাদের পোশাক কীভাবে পরাতে হয়, পরিবর্তন করতে হয় সেটুকু পর্যন্ত জানি না আমরা।’ আরও জানান, লন্ডনের ওই চলচ্চিত্র উৎসবে হাজির না হলে তার মা হতে চলার খবর হয়ত জানাজানি হতো না। কারণ তা নিয়ে জানাজানি হোক, এমন কোনও ইচ্ছে রাধিকার ছিল না।

অভিনেত্রী এ প্রসঙ্গে আরও বলেন, ‘প্রথম যেদিন জানতে পারলাম পেটে সন্তান, বিস্ময়ে হাঁ হয়ে গিয়েছিলাম। মানতেই চাইছিলাম না। ভাবছিলাম, কীভাবে হল। যাই হোক, সন্তান নেওয়াটা কোনোদিনই আমার পরিকল্পনার মধ্যে ছিল না। আরও বলি, মা হওয়ার যে এই পথ চলাটা তা কিন্তু মোটেই দারুণ আনন্দদায়ক নয়, অন্তত আমার কাছে। যথেষ্ট কঠিন ও কষ্টের।’

আরবি/এফআই

Link copied!