আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ মুক্তির আগেই হাইপ তুলেছিল। মুক্তির পর সিনেমা হলে যে সুনামি উঠবে তা অনুমেয়ই ছিল। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ বক্স অফিসে অব্যাহতভাবে চমৎকার সাফল্য অর্জন করে চলেছে।
যদিও পঞ্চম দিনের পর থেকে সিনেমাটির আয় কিছুটা কমেছে। তবু এটি সপ্তম দিনেই ১,০০০ কোটি রুপি বৈশ্বিক আয়ের মাইলফলক ছুঁয়ে ফেলেছে। এটিই এখন ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে দ্রুত এই রেকর্ড অর্জনকারী সিনেমা।
আয়ের পরিসংখ্যান
Sacnilk-এর তথ্য অনুযায়ী, রিলিজের সপ্তম দিনে পুষ্পা ২-এর আয় হয়েছে ৪২ কোটি রুপি।
এদিন বিভিন্ন ভাষায় সিনেমাটির আয়ের হিসাব:
তেলেগু: ৯ কোটি রুপি
হিন্দি: ৩০ কোটি রুপি
তামিল: ২ কোটি রুপি
কন্নড়: ০.৬ কোটি রুপি
মালয়লাম: ০.৪ কোটি রুপি
এদিকে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৬৮৭ কোটি রুপি। বৈশ্বিকভাবে সিনেমাটি এখন পর্যন্ত ১,০২৫ কোটি রুপি আয় করেছে বলে জানিয়েছেন ট্রেড বিশ্লেষক মানোবালা বিজয়বালান।
এরমধ্যে তেলেগু ভার্সন থেকে আয় হয়েছে ৩৪২ কোটি ১৬ লাখ রুপির বেশি। হিন্দি ভার্সন থেকে আয় হয়েছে প্রায় ৬০৩ কোটি ৪৩ লাখ রুপি। তামিল ও মালায়লাম থেকে আয় হয়েছে যথাক্রমে ৫৭ কোটি এবং ১৬ কোটির বেশি। এছাড়া কন্নড় ভার্সন থেকে আয় করেছে ৭ কোটি ৫৬ লাখ রুপি।
রেকর্ড ভাঙা সাফল্য
‘পুষ্পা-২’ সিনেমাটি ভারতীয় বক্স অফিসে এস এস রাজামৌলির ‘আরআরআর’-এর ওপেনিং রেকর্ড ভেঙে দিয়েছে।
হিন্দি ভাষার বাজারে এটলি পরিচালিত ‘জওয়ান’-এর রেকর্ডও ছাড়িয়ে গেছে ‘পুষ্পা-২’। যা আগে হিন্দি সিনেমার সবচেয়ে বড় ওপেনিং রেকর্ড ছিল।
আপনার মতামত লিখুন :