ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

সাড়া ফেলেছে ‘যমালয়ে জীবন্ত ভানু’

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ০২:২২ এএম

সাড়া ফেলেছে ‘যমালয়ে জীবন্ত ভানু’

ছবি: সংগৃহীত

সুচিত্রা সেন। নামেই যেন দুরন্ত এক জাদু রয়েছে। এই জাদুকাঠির ছোঁয়া পেলেন টলি সুন্দরী দর্শনা বণিক। সিনেমার পর্দায় এবার তাকে দেখা গেছে মহানায়িকার ভূমিকায়। তাতেই উচ্ছ্বসিত অভিনেত্রী। সুচিত্রা সেনের চরিত্রে দর্শনার অভিনয় পছন্দ করেছেন টলিউডের দর্শকরা।

কৃষ্ণেন্দু চট্টোপাধ‌্যায়ের পরিচালিত সিনেমার নাম ‘যমালয়ে জীবন্ত ভানু’। রুপালি পর্দার অবস্মিরণীয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবন অবলম্বনে তৈরি এই সিনেমা। মলাটরোলে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। ১৫ নভেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির পর সিনেমাটি পছন্দ করেছেন দর্শকরা। প্রতিদিনই যাচ্ছে হাউসফুল। সামাজিক মাধ্যমেও সিনেমাটির ভূয়সী প্রশংসা চোখের পড়ার মতো।

উচ্ছ্বসিত কণ্ঠে কলকাতা থেকে দৈনিক রূপালী বাংলাদেশকে দর্শনা বণিক বলেন, প্রথমে যখন সুচিত্রা সেনের এই চরিত্রটা পেয়েছিলাম, তখন খুবই খুশি ছিলাম। কারণ আমিও আর সকলের মতো ওনার মানে ‘মহানায়িকার’ অনুরাগী। তার চরিত্রে আমি নতুন করে অভিনয় করব, শুনেই রোমাঞ্চিত হয়েছিলাম। তবে পরক্ষণেই মনে হল, আমাকে কীভাবে তার মতো দেখতে লাগবে, মহানায়িকার মতো করে কীভাবে করব! ভীষণই টেনশনে ছিলাম। সুচিত্র সেনের অভিনীত চরিত্র শুনেই রাজি হয়ে গিয়েছিলাম। এই চরিত্রটা যে সিনেমা জুড়ে আছে, এমনটাও নয়, তবে এটা তো আইকনিক চরিত্র, সেটা শুনেই রাজি হয়ে যাই। পরীক্ষার পর ফলাফলের অপেক্ষায় ছিলাম। সিনেমাটি মুক্তির পর এখন পর্যন্ত ইতিবাচক সাড়া পাচ্ছি। সিনেমার প্রতিটি চরিত্র দর্শকরা পছন্দ করেছে। মনে হচ্ছে পরীক্ষায় পাশ করেছি।

সিনেমার কেন্দ্রীয় চরিত্রের পাশাপাশি ছোট চরিত্র গুলোও প্রশংসা কুড়াচ্ছে। ‘যমালয়ে জীবন্ত ভানু’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায় (ইন্দ্র), পরাণ বন্দ্যোপাধ্যায় (বিধাতা), সন্দীপ ভট্টাচার্য (যম), দর্শনা বণিক (সুচিত্রা সেন), বাসবদত্তা চট্টোপাধ্যায় (রুমা গুহঠাকুরতা), দেবলীনা দত্ত (নীলিমা দেবী) প্রমুখ।

রূপালী বাংলাদেশ

Link copied!