সোমবার, ৩১ মার্চ, ২০২৫

দুর্ঘটনার কবলে ঐশ্বরিয়ার গাড়ি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ১১:৪২ এএম

দুর্ঘটনার কবলে ঐশ্বরিয়ার গাড়ি

ছবি: সংগৃহীত

সম্প্রতি বড়সড় এক দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বলিউড ডিভা ঐশ্বরিয়া রাই বচ্চন।

বুধবার (২৬ মার্চ) মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় তার গাড়িকে একটি বাস পিছন থেকে ধাক্কা দেয়। পরিচিত নম্বর প্লেট থেকেই বোঝা যায় গাড়িটি প্রাক্তন বিশ্বসুন্দরীর।

সম্প্রতি এই বিলাসবহুল গাড়িটি কিনেছিলেন অভিনেত্রী।

বাসের ধাক্কায় সামান্য ক্ষতি হয়েছে ঐশ্বরিয়ার বিলাসবহুল গাড়িটির। তবে গাড়ির ভেতর ঐশ্বরিয়া বা বচ্চন পরিবারের অন্য কেউ ছিলেন কি না তা এখনো স্পষ্ট নয়। এই দুর্ঘটনার ভিডিও জনপ্রিয় পাপারাৎজি বরিন্দর চাওলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়েছে।

গত বছর দীপাবলির সময় এই গাড়িটি কেনেন অভিনেত্রী। নম্বর প্লেট ‘৫০৫০’ দেখে উপস্থিত সবাই চিনতে পারেন গাড়িটিকে।

তবে এখনো এই ঘটনা নিয়ে মুখ খোলেননি ঐশ্বরিয়া কিংবা বচ্চন পরিবারের কেউ।  

অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল থেকে জানা যায়, ওই সময় গাড়িতে ছিলেন না ঐশ্বরিয়া। সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি। কাজেই চিন্তার কিছু নেই। অভিনেত্রী ঠিক আছেন শোনার পর স্বস্তির নিশ্বাস ফেলেছেন ভক্তরা। 

আরবি/শিতি

Link copied!