সোমবার, ৩১ মার্চ, ২০২৫

ক্রিকেট নিয়ে আসিফ আকবরের পোস্ট

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৮:২৬ পিএম

ক্রিকেট নিয়ে আসিফ আকবরের পোস্ট

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর। প্রথম অ্যালবাম দিয়ে সঙ্গীত অঙ্গনে আলোড়ন তৈরি করেন এই শিল্পী। এরপর ভক্ত-অনুরাগীদের অসংখ্য গান উপহার দিয়েছেন। দর্শকমহল থেকে পেয়েছেন অসংখ্য ভালোবাসা।  

তবে আসিফ আকবর গানের মানুষ হলেও একটা সময় ক্রিকেটের সঙ্গে সম্পর্কও ছিলো তার। ইচ্ছে ছিলো বড় হয়ে ক্রিকেটার হবেন। সেটা আর হওয়া হয়নি। ক্রিকেটার না হতে পারলেও, মন থেকে মুছে যায়নি ক্রিকেট প্রেম।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। যেখানে উল্লেখ করেছেন, অতীতের স্মৃতি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আসিফ আকবর লিখেছেন, ‘ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর ছিলাম কৈশোরের উচ্ছল সময়টায়। এসএসসি পরীক্ষার সময়ই ঢাকা লীগে অভিষেক হয়ে যেত, বাঁধা হয়ে দাঁড়ালো বোর্ড পরীক্ষা। কুমিল্লার প্লেয়ারদের চিটাগং লীগে খেলতে হলে ঢাকার আগে সেখানে রেজিস্ট্রেশন করতে হতো, তখন সুযোগ এসেছিল বাংলাদেশ বিমানে রেজিস্ট্রেশনের।’

আরবি/জেডি

Link copied!