ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সাদপন্থিদের সব কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ০৪:১৩ পিএম

সাদপন্থিদের সব কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

সাদপন্থিদের সব কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ওলামা মাশায়েখ বাংলাদেশ ও তৌহিদী জনতা।

শুক্রবার (১০ জানুয়ারি) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে সংগঠনটির শীর্ষ নেতারা অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী।

এসময় বক্তারা বলেন, টঙ্গীর ইজতেমা মাঠে বারবার হামলাকারী ‘পথভ্রষ্ট সাদপন্থি’দের সব কর্মকাণ্ড নিষিদ্ধ এবং টঙ্গী হত্যাকাণ্ডে জড়িতদের জামিন বাতিল করে দ্রুত গ্রেপ্তার ও বিচার করতে হবে। ইজতেমার মাঠে হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত তাদের কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না। বাংলার জমিন থেকে সাদপন্থিদের নিষিদ্ধ করতে হবে।

তারা আরও বলেন, একটা ইজতেমা হবে। সাদপন্থিদের ইজতেমা করতে দেওয়া হবে না। দুইটা ইজতেমা হবে না। সাদপন্থিদের তাবলিগ করতে দেওয়া হবে না। খুন করে তারা জামিন পেয়ে যায়। তারা প্রকাশ্যে খুন করল, তারা প্রকাশ্যে জামিন পেয়ে যায়। তাদের জামিন বাতিল করতে হবে।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আবু হাসেম কাশফী, মাওলানা আতাউর রহমান, মাওলানা আলী ওসমান, মাওলানা মোসাদ্দেক বিল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা ফয়সাল, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা মজিবুর রহমান প্রমুখ।

আরবি/জেআই

Link copied!