জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য ‘ইকোস অব রেভ্যুলেশন’ শীর্ষক কনসার্টে গাইবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান।
আগামী শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টটির আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম। এই কনসার্টকে কেন্দ্র করে রাজধানীর যানজট নিরসনে ওইদিন এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল ফ্রি রাখা হবে বলে জানিয়েছেন কনসার্টের প্রধান আয়োজক মহিউদ্দিন মুজাহিদ মাহি।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর কনসার্টে কনসার্টটি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘ইকোস অব রেভল্যুশন’। সেখানে সাংবাদিকদের মহিউদ্দিন মুজাহিদ মাহি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘চ্যারিটি কনসার্টের দিন জনদুর্ভোগের কথা বিবেচনা করে বাংলাদেশ সেনাবাহিনী জাহাঙ্গীরগেট এবং জিয়া কলোনির গেট দুপুর ২টা থেকে রাত ১১ টা পর্যন্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ সময়ে গেট দিয়ে শুধু রোগীবাহী অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, বিদেশগামী যাত্রী এবং জরুরি প্রয়োজনে যাতায়াত করা যাবে।’
এ ছাড়া একই দিনে যানজটে জনদুর্ভোগ বিবেচনা করে কর্তৃপক্ষ এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল ফ্রি রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এদিন দুপুর ২ টা থেকে রাত ১২টা পর্যন্ত বনানী, আর্মি গলফ ক্লাব, এয়ারপোর্ট, কুড়িল বিশ্বরোড এই চারটি প্রবেশপথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন টোল ফ্রি প্রবেশ করতে পারবে। তবে মোটরসাইকেল এই সুবিধার আওতাভুক্ত থাকবে না।
মাহি জানান, কনসার্টের দিন ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্টাফরোড রেলগেট থেকে নেভি হেড কোয়ার্টার্স পর্যন্ত উত্তরা থেকে মহাখালী অভিমুখী রাস্তাটি বন্ধ থাকবে। তবে বিপরীতমুখী রাস্তা খোলা থাকবে। এসময়ে যানজটের দুর্ভোগ এড়াতে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য জনসাধারণকে অনুরোধ জানান তিনি।
এর আগে শিক্ষার্থীদের জন্য ৩৬ শতাংশ পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট (ছাড়) দেওয়া হচ্ছে বলে জানান কনসার্টের আয়োজকরা।
আপনার মতামত লিখুন :