ঢাকা রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

চিরচেনা মঞ্চে ফিরলেন নোবেল

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৩:০৯ পিএম

চিরচেনা মঞ্চে ফিরলেন নোবেল

নোবেল। ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় রিয়্যালিটি ‘সা রে গা মা পা’য় একের পর এক ধামাকা পারফরম্যান্স উপহার দিয়ে ২০১৮ সালে আলোচনায় আসেন মাইনুল আহসান নোবেল। অল্প সময়েই বাংলাদেশের মানুষের কাছ থেকেও পেতে থাকেন অসম্ভব ভালোবাসা। সেই ভালোবাসা ধরে রাখতে পারেননি তিনি। মুহূর্তেই হারিয়ে যান অন্ধকারের গর্ভে।

তাকে নিয়ে ছিল ব্যাপক সমালোচনা। সামাজিক মাধ্যমে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করে ‘মাদকাসক্ত’ তকমা পেয়ে যান একসময়ের সবার চোখের মণি। তার অনুরাগীদের প্রার্থনা ছিল শুধু তার সুস্থতা কামনায়। অবশেষে নিজের চিরচেনা মঞ্চে ফিরলেন নোবেল। পারফরম করলেন মঞ্চে, গাইলেন গান। মাতালেন দর্শক। আর নোবেলের এমন প্রত্যাবর্তনে খুশি তার অনুরাগীরা।

বুধবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু ছবি শেয়ার করেন গায়ক। যেখানে তাকে মঞ্চে গান গাইতে দেখা যায়। ছবিগুলো পোস্ট করে নোবেল জানিয়ে দেন, এই মঞ্চই তার ঠিকানা। নোবেলের ছবিগুলো দেখে তাকে সাদরে গ্রহণ করেছেন ভক্ত অনুরাগীরা। একের পর এক মন্তব্য করে জানাচ্ছেন শুভেচ্ছা।

বর্তমানে নোবেলের হাতে কিছু গান ও সিনেমা রয়েছে, যা ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ হবে। এর মধ্যে একটিতে খলনায়ক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। পর্দায় খলনায়ক চরিত্র নিয়েই ফিরতে চান এই গায়ক।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!