ঢাকা রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি গঠন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৪, ০৫:২৫ পিএম

বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি গঠন

খোকন ও শিবা শানু। ছবি: সংগৃহীত

বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার জন্য এক হয়েছেন চলচ্চিত্রের মানুষেরাও। তারা গড়ে তুলছেন বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি। এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা বদিউল আলম খোকন এবং সদস্য সচিব হিসেবে থাকছেন চলচ্চিত্র অভিনেতা শিবা শানু।

জানা গেছে, চলচ্চিত্রের বৈষম্য এবং ত্রুটি বিচ্যুতি দূর করতেই এই কমিটি গঠিত। প্রাথমিকভাবে প্রায় দেড় শতাধিক শিল্পী ও কলাকুশলীদের তালিকা করা হয়েছে এই কমিটির জন্য। তবে কার্যকরী কোনো কমিটি এখনো তৈরি হয়নি। যতদিন সেই কমিটি গঠিত না হবে ততদিন তারা দুজন কাজ করবেন।

এ প্রসঙ্গে বদিউল আলম খোকন বলেন, ‘দীর্ঘ সময় ধরে চলচ্চিত্রে অনেক কিছুই হয়েছে যা নিয়ে সমালোচনার জায়গা আছে। সেসবের দিকে আর চোখ রাখতে চাই না। নতুন বাংলাদেশে নতুন করে সবাই চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যেতে চাই।’

যোগ করে তিনি আরও বলেন, ‘সম্প্রতি দেখা যাচ্ছে অনেক শিল্পীদের নামে মামলা হচ্ছে। সেগুলোতেও আমরা সুদৃষ্টি রাখব। আমাদের কোনো ভাই বা বোন বা বন্ধুরা যেন হয়রানির শিকার না হন সেদিকে সোচ্চার থাকব সবাই। কেউ অপরাধী হলে তার সাজা হোক, সেটা আইনি ব্যাপার। কিন্তু আমরা কোনো হয়রানি চাই না। কোনো কাজ যেন আটকে না যায় সেদিকে লক্ষ্য রাখব। সিনেমায় বিনিয়োগ বৃদ্ধিতেও কাজ করব।’

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!