শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রুহুল আমিন ভূঁইয়া

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০১:৪২ পিএম

এখন ন্যাচারাল অভিনয়ের সময়: ইমন

রুহুল আমিন ভূঁইয়া

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০১:৪২ পিএম

এখন ন্যাচারাল অভিনয়ের সময়: ইমন

ইমন। ছবি : সংগৃহীত

মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করলেও মামনুল হাসান ইমন এখন হালের ব্যস্ত চিত্রনায়কদের একজন। দীর্ঘ ক্যারিয়ারে কাজ করেছেন অসংখ্য নাটক-সিনেমায়। সিনেমাপাড়ার ব্যস্ত এই অভিনেতা অসাধারণ অভিনয়ের জন্য পেয়েছেন বেশ কিছু পুরস্কারও। প্রথমবারের মতো এই অভিনেতার ওটিটিতে অভিষেক হয়েছে। রায়হান রাফি পরিচালিত ‘মায়া’ নামের ওয়েব ফিল্মটি সম্প্রতি বিঞ্জে মুক্তি পেয়েছে। এর মাধ্যমে প্রায় অর্ধযুগ পর একসঙ্গে কাজ করেছেন ইমন ও সারিকা সাবরিন। প্রথম ওয়েব ফিল্মেই প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেতা। সমসাময়িক প্রসঙ্গে রূপালী বাংলাদেশের সঙ্গে কথা বলেছেন ইমন।

সাড়া
আলহামদুলিল্লাহ দারুণ সাড়া পাচ্ছি। ‘মায়া’ মুক্তির পর থেকেই বিভিন্ন ভাবে শুভেচ্ছা পাচ্ছি। অনেকেই ফোন করে তাদের ভালো লাগা জানিয়েছেন। ফেসবুকের সব রিভিউ ইতিবাচক। এখন পর্যন্ত নেতিবাচক রিভিউ চোখে পড়েনি। যদিও সমালোচনার সুযোগ রয়েছে। প্রশংসায় ইনবক্স ভরে গেছে। প্রথমবার ব্যতিক্রম একটি চরিত্রে দর্শক আমাকে পেয়েছেন। এই ইমনকে আগে কখনো দেখেনি আমার ভক্তরা। আবার অনেকেই বলছেন ওয়েব ফিল্মটি দেখে চোখে পানি চলে এসেছে। প্রিমিয়ারে যারা দেখেছেন তারাও প্রশংসা করেছেন। এর মাধ্যমে সবাই আমাকে নতুন ভাবে আবিস্কার করেছেন। তাছাড়া রাফি ভাই আমার পছন্দের পরিচালক। ওয়েবটির প্রস্তাব পেতেই লুফে নিয়েছি।

ওটিটি যাত্রা
রোমান্টিক এবং হিরো মার্কা সিনেমা এখন আর চলে না। এখন দর্শক অভিনয় কেন্দ্রিক সিনেমা দেখতে চায়। আমার ভেতরে যা খুদা আছে তা কাউকে দেখানোর সুযোগ পাচ্ছি না। রাফি ভাই আমাকে যেভাবে ভেঙেছেন সেভাবেই ভাঙার জন্য আমি তৈরি হচ্ছি। এখন ন্যাচারাল অভিনয়ের সময়। ওটিটিতে নিজের সেরাটা দিয়ে অভিনয় করতে হয়। দর্শকের কাছাকাছি যাওয়ার জন্য ওটিটি ডিফিকাল্ট হলেও দারুণ এক মাধ্যম।

পার্থক্য
মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে নাটক-সিনামায় কাজ করলেও প্রথমবারের মতো ওটিটি ফ্ল্যাটফর্মে কাজ করেছি। আমার জন্য একেবারে নতুন জায়গা। তবে কখনো কাজ করতে গিয়ে আলাদা মনে হয়নি। মাধ্যম যেটাই হোক অভিনয় করতে হয়। চরিত্রে মিশে যেতে হয়। সেই জায়গা থেকে নিজের সেরাটা দিয়ে রাহাত চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ইমন থেকে ‘রাহাত’ হয়ে ওঠা বেশ চ্যালেঞ্জিং ছিল। এমন চরিত্রে অভিনয়ের প্রস্তাব আগে কোনো পরিচালক আমাকে দেননি।

ইমন। ছবি : সংগৃহীত

চাকরি
অভিনয়ের পাশাপাশি রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ পরিচালক হিসেবে কাজ করছি। ভালোই লাগছে, বেশ উপভোগ করছি। তাছাড়া আমার অভিনয় পেশার সঙ্গে এই কাজেও কিছু মিল আছে, তাই সমস্যা হচ্ছে না। উপভোগ করছি।

খেলার মাঠ
সবাই অবগত কসমেটিকস ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের হয়ে বিপিএলের একটি দল কিনেছেন শাকিব ভাই। আমাদের দলের নাম ‘ঢাকা ক্যাপিটালস’। উদ্বোধনী অনুষ্ঠানে শাকিব ভাই, বিদ্যা সিনহা মিম, পরীমণি, পূজা চেরি, আমি সহ যারা প্রতিষ্ঠানের সঙ্গে আছি মাঠে গিয়ে একসঙ্গে খেলা দেখব। এটা ক্রিকেটারদের জন্য বোনাস।

সিনেমা
খুব শিগগিরই শুটিং শুরু করব সরকারি অনুদানের নতুন একটি সিনেমার কাজ। নাম ‘ময়নার চর’। পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান বাবু। তাছাড়া দুটি সিনেমার শুটিংও শেষ করা আছে। ‘কানামাছি’ ও ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ নামের সিনেমা দুটির ডাবিংও শেষ। ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার কাজ ৮০ ভাগ শেষ হয়েছে। পাশাপাশি নতুন বিজ্ঞাপনের শুটিং আছে সামনে। আর বেশ কিছু সিনেমার কথাও চলছে। চলতি বছর কাজ নিয়েই ব্যস্ততা।

রূপালী বাংলাদেশ

Link copied!