কাজল আগরওয়াল কান্নাপ্পা ছবিতে এবার অভিনয় করেছেন পাবর্তী দেবী চরিত্রে। এ চরিত্রের প্রথম লুক প্রকাশ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবিটি প্রকাশ হওয়ার পর ভক্তদের নজর কেড়েছে।
কাজল আগরওয়ালের চরিত্র পর্বতী দেবী হিসেবে প্রথম লুক প্রকাশ করার সঙ্গে সঙ্গে একটি নোটও শেয়ার করেছেন, যেখানে দেবী পার্বতীর মহিমা সম্পর্কে লেখা ছিল, ‘তিনটি জগতের অধিপতি মা। ত্রিশক্তি, যারা তাদের ভক্তদের রক্ষা করেন। পবিত্র শ্রী কালাহস্তি মন্দিরে বাস করেন জ্ঞান প্রসুনাম্বিকা।
পোস্টের ক্যাপশনে কাজল লিখেছেন, একটি স্বপ্নের চরিত্র! ২০২৫ শুরু করছি এই পবিত্র চরিত্রে।
আপনার মতামত লিখুন :