দীর্ঘ বিরতি শেষে নতুন সিনেমার খবর দিলেন চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী। সিনেমার নাম ‘যাত্রী’। পরিচালনা করবেন আসিফ ইসলাম। যিনি ‘নির্বাণ’ নির্মাণ করে ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতেছেন স্পেশাল জুরি অ্যাওয়ার্ড। সে নির্মাতার ক্যামেরার সামনেই দাঁড়াতে চলেছেন ঐশী।
নতুন সিনেমা নিয়ে দৈনিক রূপালী বাংলাদেশকে ঐশী বলেন, ‘কিছুদিন আগে সিনেমাটিতে যুক্ত হয়েছি। শহর কেন্দ্রিক গল্পে এটি নির্মিত হচ্ছে, যা একটি নির্দিষ্ট শ্রেণির মানুষের গল্প। আমি সাধারণ একটি মেয়ের চরিত্রে অভিনয় করব। শীত শুরু হলেই শুটিং শুরু হবে। তবে আমার বিপরীতে কে থাকছেন তা আপাতত বলা যাবে না। যেহেতু সময় নিয়ে সিনেমাটিতে যুক্ত হয়েছি আশা করছি দর্শকরা ভালো কিছুই পেতে যাচ্ছেন।’
দীর্ঘদিন ধরে অজ্ঞাত কারণে আটকে রয়েছে ঐশী অভিনীত রায়হান রাফির নির্মাণে ‘নূর’ সিনেমাটি। বারবার মুক্তির আভাস মিললেও এখন পর্যন্ত আলোর দেখা মেলেনি। এ সিনেমাতে ঐশীর সঙ্গে আছেন আরিফিন শুভ। কবে সিনেমাটি মুক্তি পাবে অবগত নন ঐশীও। বললেন, ‘যতদূর জানি একটি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমার স্বত্ব কিনে নিয়েছে। এখন তারাই বলতে পারবেন কবে মুক্তি পাবে। তবে মাঝে যোগাযোগ হয়েছিল। ডাবিংয়ে একটু কারেকশন করতে হবে এবং একদিন প্যাচওয়ার্ক শুটিং করতে হবে। যখন আমার কাছে সময় চেয়েছিল তখন আন্দোলন চলমান ছিল।’
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ (২০১৮) খেতাব নিয়ে শোবিজে পা রেখেছিলেন ঐশী। এরপর বড় আয়োজনের সিনেমা ‘মিশন এক্সট্রিম’ দিয়ে ঢালিউডে অভিষেক। প্রশংসা কুড়িয়েছেন ‘আদম’ সিনেমায় কাজ করে। এরপরও তাকে সিনেমায় সেভাবে পাওয়া যায়নি। কাজ না পাওয়ার কারণ জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘কাজ পাই না বিষয়টা তেমন না। ইন্ডাস্ট্রিতে শিল্পী খুব একটা বেশি না। ঘুরেফিরে একই গল্প অনেকের কাছে যায়। আমাদের হাতেগোনা কয়েকজন নায়িকা। আরও বেশি শিল্পী দরকার। অনেক বেশি শিল্পী হলে মনে করতাম কাজ আসে না। সেই সুযোগও নেই। শুরু থেকেই আমি বেছে বেছে কাজ করছি। ছোটবেলা থেকেই আমার ডিকশনারিতে তাড়াহুড়ো বিষয়টা নেই। অনেকেই বলে কাজে এত গ্যাপ কেন নিচ্ছি। কিন্তু প্রতিটি শিল্পীর নির্দিষ্ট একটা কাজের পরিকল্পনা থাকে। কারো কথায় কান না দিয়ে বুঝেশুনে পা ফেলছি।’
গেল বছরের ডিসেম্বরে নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন ঐশী। তবে সিনেমাটি নিয়ে বিস্তারিত বলা আপাতত বারণ। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেই সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন ঐশী। বললেন, ‘আমি কোনো কাজের স্বত্তাধিকারী না যে চাইলেই বলে দিতে পারব। যখন টিম থেকে জানানোর অনুমতি পাবো তখনই বলতে পারি। শিগগিরই কাজটি শুরু হচ্ছে।’
আপনার মতামত লিখুন :