ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

‘একবার যে প্রতারক, সব সময়ই সে প্রতারক’

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০৫:১৪ পিএম

‘একবার যে প্রতারক, সব সময়ই সে প্রতারক’

তমা মির্জা। ছবি: সংগৃহীত

পরিচালক রায়হান রাফি ও চিত্রনায়িকা তমা মির্জার বিচ্ছেদ হয়েছে। এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। এরই মধ্যে বিষয়টিকে গুজব বলে আখ্যায়িত করেছেন রাফি। তবে তমার কার্যকলাপে নেটিজেনদের ধারণা ডাল মে কুছ কালা হ্যায়।

কেননা কদিন ধরে সামাজিক মাধ্যমে কারও নাম প্রকাশ না করে ক্ষোভ ঝাড়ছেন তমা। চিটার বাটপার বলে আখ্যায়িত করছেন। এছাড়া স্টোরিতে সাব্যস্ত করেছেন প্রতারক হিসেবে।

তমার দেওয়া সেই ফেসবুক স্টোরিতে লেখা, ‘একবার যে প্রতারক, সব সময়ই সে প্রতারক। একবার যে মিথ্যা বলে, সে সব সময়ই মিথ্যা বলে এবং কেউ যদি তোমার হৃদয় ও বিশ্বাস ভাঙে, সেটা তার ভুল। কিন্তু তুমি যদি সেই ব্যক্তিকে আবার বিশ্বাস করো, আবারও জায়গা দাও এবং ভালোবাসো, তাহলে সেটি হবে তোমার ভুল।’

তমার আলোচিত এই পোস্ট কার উদ্দেশে, সে ব্যাপারে কিছু জানা যায়নি। তবে চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ বলছেন, রায়হান রাফিকে ইঙ্গিত করে এই কথাগুলো বলেছেন তমা মির্জা। তবে সে বিষয়ে কিছু বলেননি নায়িকা।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!