ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

ঢাকায় আসছে পাকিস্তানি ব্যান্ডদল কাভিশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০৪:৩৩ পিএম

ঢাকায় আসছে পাকিস্তানি ব্যান্ডদল কাভিশ

ছবি: সংগৃহীত

আবারও দেশের সংগীতপ্রেমীদের জন্য নতুন আয়োজনের ঘোষণা দিয়েছে ব্লু ব্রিক কমিউনিকেশনস। রাজধানীর সেনাপ্রাঙ্গণে দুই দিনব্যাপী আয়োজন করা হবে ‘ঢাকা ড্রিমস’ শীর্ষক কনসার্টের। এই কনসার্টে প্রথমবারের মতো ঢাকার মঞ্চে পারফর্ম করতে আসছে পাকিস্তানি ব্যান্ড কাভিশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্যতিক্রম সুর ও কাব্যিক কথার গানের জন্য পরিচিত কাভিশ। ‘নিন্দিয়া রে’সহ তাদের জনপ্রিয় গানগুলো দক্ষিণ এশিয়ার সংগীতাঙ্গনকে এক অন্য রকম উচ্চতা দিয়েছে। তাদের মেলোডি ও সুরের সঙ্গে ঢাকার শান্ত পরিবেশ মিলিয়ে একটি অনন্য অভিজ্ঞতার সৃষ্টি হবে বলে আশাবাদী ব্লু ব্রিক কমিউনিকেশনস।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১০ ও ১১ জানুয়ারি দুই দিনব্যাপী ‘ঢাকা ড্রিমস’-এর এই কনসার্টের প্রথম দিনের উদ্বোধন হবে লেভেল ফাইভ এবং জনপ্রিয় ব্যান্ড শূন্যর পরিবেশনার মাধ্যমে। এরপর মঞ্চে আসবে কাভিশ, যারা তাদের আবেগপূর্ণ গানের মাধ্যমে রাত্রি শেষ করবে।

দ্বিতীয় দিন শুরু হবে গ্র্যামি মনোনীত বাংলাদেশের প্রথম সংগীতশিল্পী আরমীন মুসা এবং ঘাসফড়িং কয়ারের পরিবেশনার মাধ্যমে। এই দিন বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে সায়ান চৌধুরী অর্ণব এবং ভারতের প্লেব্যাক সিঙ্গার সুনিধি চৌহানের এক যৌথ পরিবেশনা। দ্বিতীয় দিনের সমাপ্তি হবে কাভিশের আরেকটি মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে।
দুই দিনব্যাপী এই কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে টিকিট ভাই প্লাটফর্মে।

আরবি/জেডআর

Link copied!